আগস্ট ১৬, ২০২১, ০১:৪৪ পিএম
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের পদত্যাগ দাবি করেছেন দেশটির সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আফগানিস্তান থেকে মার্কিন সেনাদের অপসারণ শেষ হতে না হতেই তালেবান কর্তৃক আফগানিস্তান দখল করে নেয়ার প্রেক্ষিতে তিনি বাইডেনকে পদত্যাগ করতে বলেন। স্থানীয় সময় রবিবার (১৫ আগস্ট) তিনি এই আহ্বান জানান।
ট্রাম্প বাইডেনকে নির্দেশ করে এক বিবৃতিতে বলেন, ‘আফগানিস্তানে তিনি যা ঘটতে দিয়েছেন তা অপমানজনক এবং এই অপমানের দায় নিয়েই তার পদত্যাগ করা উচিত’। একইসাথে ট্রাম্প যুক্তরাষ্ট্রের কোভিড-১৯ পরিস্থিতি, অর্থনীতি, অভ্যন্তরীণ অভিবাসী এবং জ্বালানী নীতি নিয়ে বাইডেনের কঠোর সমালোচনা করেন।
আফগানিস্তান ইস্যুতে ট্রাম্প বলেন, ‘আমি প্রেসিডেন্ট থাকলে সেনা অপসারণ সফলভাবে করার পাশাপাশি তালেবান সমস্যার সমাধানও করতাম।’। একই দিনে অন্য একটি বিবৃতিতে বাইডেন প্রশাসনের আফগানিস্তান থেকে এমন হতাশাজনক পশ্চাদপসারণকে ‘ঐতিহাসিক’ বলে ব্যাঙ্গ করে ট্রাম্প বলেন, ‘আমেরিকার ইতিহাসে এটি অন্যতম পরাজয় বলে বিবেচিত হবে’।
এর আগে, ২০২০ সালে তৎকালীন প্রেসিডেন্ট ট্রাম্পের সময়েই কাতারের রাজধানী দোহায় তালেবানদের সাথে এক আলোচনায় বিভিন্ন শর্তসাপেক্ষে চলতি বছরের মে মাসের মধ্যে আফগানিস্তান থেকে সৈন্য অপসারণ করার কথা নির্ধারিত হয়। তবে এবছরের শুরুতে বাইডেন ক্ষমতায় এসে ট্রাম্প প্রশাসনের নির্ধারিত সময়সীমাকে পিছিয়ে দেন।
উল্লেখ্য, সম্প্রতি ২০ বছরের দখলদারিত্বের অবসান ঘটিয়ে মার্কিন বাহিনী আফগানিস্তান ত্যাগ করতে শুরু করে। তারা আফগানিস্তান ছেড়ে যাবার নির্ধারিত সময় ৩১ আগস্টের দুই সপ্তাহ আগেই গত রবিবার (১৫ আগস্ট) তালেবান কাবুল দখল করে নেয়। এর আগে মার্কিন বাহিনীর কাছেই তারা ক্ষমতা হারিয়েছিলো ২০০১ সালে।