তালেবানের সঙ্গে ‘প্রয়োজনে’ কাজ করবে ব্রিটেন

আন্তর্জাতিক ডেস্ক

আগস্ট ২১, ২০২১, ০৬:৫১ পিএম

তালেবানের সঙ্গে ‘প্রয়োজনে’ কাজ করবে ব্রিটেন

আফগানিস্তানের ক্ষমতাসীন তালেবানের সঙ্গে ‘প্রয়োজন হলে’ যুক্তরাজ্য অবশ্যই কাজ করবে বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্র্যী বরিস জনসন।

শুক্রবার (২০ আগস্ট) লন্ডনে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে ব্রিটিশ প্রধানমন্ত্রী এ কথা বলেন। আফগানিস্তানের জন্য সমাধান বের করতে যুক্তরাজ্যের রাজনৈতিক ও কূটনৈতিক প্রচেষ্টা থাকবে বলেও তিনি জানান।

বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়, ‘ব্রিটিশ প্রধানমন্ত্রী বলেছেন আফগানিস্তানে তালেবানের মূল্যায়ন হবে কাজের মাধ্যমে, কথায় নয়।’

আফগানিস্তান থেকে এ পর্যন্ত প্রায় ২ হাজার মানুষকে আফগানিস্তান থেকে আনা হয়েছে জানিয়ে বরিস জনসন আরও বলেন, ‘তাদের মধ্যে ব্রিটিশ নাগরিক এবং ব্রিটেনের হয়ে কাজ করা আফগানও রয়েছে। বৃহস্পতিবার (১৯ আগস্ট) থেকে তাদের আফগানিস্তান থেকে উদ্ধার করা হয় বলেও জানান ব্রিটিশ প্রধানমন্ত্রী।

এর আগে চলতি সপ্তাহে ব্রিটেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, তারা ২০ হাজার আফগানকে ‘দীর্ঘ মেয়াদে’ আশ্রয় দেবে। তবে প্রথম বছর ৫ হাজার মানুষকে আশ্রয় দেয়া হবে বলে জানায় তারা।

এদিকে, বিবিসি’র খবরে বলা হয়, আফগান পরিস্থিতি নিয়ে আগামী সপ্তাহে অনলাইনে একটি বৈঠকে মিলিত হবেন শিল্পোন্নত দেশগুলোর জোট জি-সেভেনের নেতারা। আফগানিস্তান সেনা সরিয়ে আনার ক্ষেত্রে তাড়াহুড়োর কারণে যুক্তরাষ্ট্র এবং তার ইউরোপীয় মিত্রদের মধ্যে বিরোধ বেড়েছে।

মঙ্গলবার (১৭ আগস্ট) ফ্রান্সের দৈনিক লে মন্ডের খবরে বলা হয়, ‘যুক্তরাষ্ট্রের দ্রুত সেনা প্রত্যাহারের কারণে ফাঁদে পড়েছে ইউরোপিয়ানরা’। গত শুক্রবার ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী বেন ওয়ালেসও বলেন, আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহারর মার্কিন সিদ্ধান্ত একটি ‘ভুল’ ছিল।

Link copied!