নেদারল্যান্ডসে ১৩ জনের ওমিক্রন শনাক্ত

দ্য রিপোর্ট ডেস্ক

নভেম্বর ২৯, ২০২১, ১২:৪৯ এএম

নেদারল্যান্ডসে ১৩ জনের ওমিক্রন শনাক্ত

দক্ষিণ আফ্রিকাসহ বেশ কয়েকটি দেশের পর এবার ইউরোপের দেশ নেদারল্যান্ডসেও শনাক্ত হলো নভেল করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রন। রোববার (২৯ নভেম্বর) দেশটির ১৫ জনের শরীরে ওমিক্রন শনাক্তের কথা জানিয়েছে ডাচ স্বাস্থ্য মন্ত্রণালয়।
 
গত শুক্রবার দক্ষিণ আফ্রিকা থেকে নেদারল্যান্ডসে নামা দু’টি ফ্লাইটের ৬০০ যাত্রীর মধ্যে ৬১ জনের করোনাভাইরাস শনাক্ত হয়।

শনিবার দেশটির স্বাস্থ্যসেবা কর্তৃপক্ষ এক বিবৃতিতে করোনাভাইরাস পজিটিভ শনাক্ত হওয়া ওই যাত্রীদের বিমানবন্দরের কাছের একটি হোটেলে কোয়ারেন্টিনে থাকার নির্দেশ দেওয়া হয়েছিল।

দক্ষিণ আফ্রিকায় প্রথম করোনাভাইরাসের ওমিক্রন ধরন শনাক্ত হয়। এরপর তা বিশ্বের কয়েকটি দেশে ছড়িয়ে পড়েছে। সবশেষ যুক্তরাজ্য, জার্মানি, ইতালি এবং অস্ট্রেলিয়ায় নতুন ধরনটি শনাক্ত হয়েছে।

যদিও এটি অস্পষ্ট যে, এটির উদ্ভব দক্ষিণ আফ্রিকাতে হয়েছে নাকি অন্য কোনও দেশ থেকে ছড়িয়েছে। তবে বিজ্ঞানীরা নিশ্চিত হয়েছেন যে, ওমিক্রন দ্রুত মিউটেট করতে পারে। বিশেষ করে যেখানে টিকাদানের হার কম এবং সংক্রমণের ঊর্ধ্বগতি রয়েছে।

ইউনিভার্সিটি অব সাউদাম্পটনের গ্লোবাল হেলথের সিনিয়র রিসার্চ ফেলো মাইকেল হেড বলেন, হয়তো এই ভ্যারিয়েন্ট অন্য কোনও দেশে আত্মপ্রকাশ করেছে এবং দক্ষিণ আফ্রিকায় শনাক্ত হয়েছে। দেশটির খুব ভালো জিনোমিক সিকোয়েন্সিং সক্ষমতা রয়েছে। এটি মহামারির একটি পরিণতি হতে পারে।

Link copied!