পাকিস্তানের রাজনৈতিক অস্থিরতা আফগানিস্তানে প্রভাব ফেলবে না: তালেবান

দ্য রিপোর্ট ডেস্ক

এপ্রিল ১১, ২০২২, ০৯:৫৬ এএম

পাকিস্তানের রাজনৈতিক অস্থিরতা আফগানিস্তানে প্রভাব ফেলবে না: তালেবান

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের ক্ষমতাচ্যুত হওয়াসহ রাজনৈতিক অস্থিরতা ও দেশটির চলমান ঘটনাপ্রবাহ আফগানিস্তানের ওপর কোনো নেতিবাচক প্রভাব  ফেলবে না বলে জানিয়েছে তালেবান সরকার। পাশপাশি দেশটিতে রাজৈনৈতিক স্থিতিশীলতা কামনা করেছে ক্ষমতাসীন তালেবান প্রশাসন।

আফগানিস্তানের শীর্ষস্থানীয় সংবাদমাধ্যম টোলো নিউজের খবরে বলা হয়, পাকিস্তানে ইমরান খান সরকারের ক্ষমতাচ্যুত হওয়া সম্পর্কে প্রতিক্রিয়া জানাতে গিয়ে তালেবান সরকারের মুখপাত্র জবিহউল্লাহ মুজাহিদ এসব কথা বলেন।

পাকিস্তানের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি ও ঘটনাপ্রবাহকে স্রেফ দেশটির অভ্যন্তরীণ বিষয় উল্লেখ করে তালেবান প্রশাসনের মুখপাত্র আরও বলেন, “পাকিস্তানের চলমান রাজনৈতিক জটিলতা শিগগিরই কেটে যাবে বলে কাবুল আশা করছে “

পাকিস্তানকে গুরুত্বপূর্ণ প্রতিবেশী দেশ হিসেবে উল্লেখ করে জবিহউল্লাহ মুজাহিদ বলেন, “দুই দেশের অভিন্ন স্বার্থ রক্ষার্থে দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী রাখার আহ্বান জানাচ্ছে আফগানিস্তানের তালেবান সরকার।”

প্রসঙ্গত, অনাস্থা ভোটে হেরে ইমরান খানের বিদায়ের পর পাকিস্তানে আজ নতুন প্রধানমন্ত্রী নির্বাচনে দেশটির জাতীয় পরিষদ অধিবেশন বসছে। সরকারপ্রধান হিসেবে ক্ষমতায় বসতে পাকিস্তান মুসলিম লীগ (এন) সভাপতি শাহবাজ শরিফ এবং ইমরান খানের নেতৃত্বাধীন পিটিআিইয়ের সিনিয়র নেতা ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কুরেশি প্রতিদ্বন্ধিতা করছেন।  বাংলাদেশ সময় বিকেল ৩টায় জাতীয় পরিষদের অধিবেশন বসছে।

এক্সপ্রেস ট্রিবিউনের প্রতিবেদনে বলা হয়েছে, সম্মিলিত বিরোধী দলের নেতা শাহবাজ শরিফ সহজেই নতুন প্রধানমন্ত্রী হবে বলে ধারণা করা হচ্ছে। কারণ অন্যতম বিরোধী দল পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি) ও ইমরান খানের ক্ষমতাসীন জোট থেকে বেরিয়ে যাওয়া এমকিউএম শাহবাজ শরিফকে সমর্থন দিচ্ছে। প্রতিপক্ষকে ছাড়া দেওয়া হবে না- এ উদ্দেশ্য সামনে রেখে নিশ্চিত পরাজয়ের মধ্যেও কুরেশিকে প্রার্থী করেছে ইমরানের পিটিআই।

Link copied!