ফুরিয়ে আসছে টাইটানের অক্সিজেন, তল্লাশী জোরদার

আন্তর্জাতিক ডেস্ক

জুন ২২, ২০২৩, ০১:০১ পিএম

ফুরিয়ে আসছে টাইটানের অক্সিজেন, তল্লাশী জোরদার

ফুরিয়ে আসছে অক্সিজেনের ভাণ্ডার। আর মাত্র ২০ ঘণ্টার মতো শ্বাসযোগ্য বাতাস রয়েছে পর্যটক ডুবোজাহাজ ‍‍`টাইটান‍‍`-এ। যা নিয়ে উদ্বেগ কাটছে না উদ্ধারকারী দলের। উদ্ধারকাজে তৎপরতা বাড়ানো হয়েছে দ্বিগুণ।

ডুবোযানটিতে ৯৬ ঘণ্টার জন্য মজুত থাকা অক্সিজেনও প্রায় ফুরিয়ে আসছে। মার্কিন কোস্ট গার্ডের অনুমান অনুযায়ী আর মাত্র ৫ ঘণ্টা টিকে থাকতে পারবেন ‘টাইটানের’ ভেতরে থাকা পর্যটকেরা।

যুক্তরাষ্ট্র, কানাডার সরকারি-বেসরকারি একাধিক সংস্থা যোগ দিয়েছে এই অভিযানে। তবে সময় যতই গড়াচ্ছে পুনরুদ্ধার ক্রমশ চ্যালেঞ্জপূর্ণ হয়ে দাঁড়াচ্ছে।

ইউএস কোস্ট গার্ড ক্যাপ্টেন জেমি ফ্রেডেরিক বলেন, কখনো কখনো আপনি এমন একটি অবস্থানে থাকেন যখন একটি কঠিন সিদ্ধান্ত নিতে হয়। আমরা এখনো সে অবস্থায় পৌঁছিনি।

শব্দ ধারণ করা হয়েছে উত্তর আটলান্টিকের এমন একটি অংশে, যা আকারে মার্কিন রাজ্য কানেকটিকাটের দ্বিগুণ। গভীরতায় চার কিলোমিটার। স্থানটির বিস্তৃতির পাশাপাশি যেকোনো সময় আবহওয়ার পরিবর্তনও উদ্ধারে বাধা হয়ে দাঁড়াতে পারে।

উদ্ধারকারীদের অনুমান, স্থানীয় সময় বৃহস্পতিবার সকালে যাত্রীদের অক্সিজেন ফুরিয়ে যেতে পারে। ক্ষুদে ওই ডুবোজাহাজে ৯৬ ঘণ্টার মতো ব্যবহারের বাতাস রাখা যায়।

তবে বিশেষজ্ঞরা বলছেন যে সাবমার্সিবলের এখনো বিদ্যুৎ আছে কিনা ও যাত্রীরা কোন অবস্থায় রয়েছেন তার ওপর অনেক কিছু নির্ভর করছে।

ওশানগেট এক্সিপিডিশনস নামের প্রতিষ্ঠানের ডুবোজাহাজ টাইটান। ৬ দশমিক ৭ মিটার লম্বা কার্বন ফাইবার ও টাইটানিয়ামে তৈরি এ যান। এটি সর্বোচ্চ চার হাজার মিটার গভীরতায় কাজ করতে পারে।

Link copied!