বন্যা ও ভূমিধ্বসে ভারতের আসাম ও মেঘালয়ে ৩১ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

জুন ১৯, ২০২২, ১২:৪২ এএম

বন্যা ও ভূমিধ্বসে ভারতের আসাম ও মেঘালয়ে ৩১ জনের মৃত্যু

ভারী বৃষ্টিতে সৃস্ট বন্যা ও ভূমিধ্বসে ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য আসাম ও মেঘালয়ে গত দুই দিনে ৩১ জনের মৃত্যু হয়েছে। টানা বৃষ্টি হয়েছে ত্রিপুরায়ও। রাজ্যের রাজধানী আগরতলায় গত ৬০ বছরের মধ্যে তৃতীয় সর্বোচ্চ বৃষ্টি রেকর্ড করা হয়েছে।  

সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়, দুই দিনে বন্যায় বাংলাদেশের উত্তরে অবস্থিত আসামে ১২ জন ও মেঘালয়ে ১৯ জনের মৃত্যু হয়েছে। আসামে প্রায় ৩ হাজার গ্রাম বন্যার কবলে পড়েছে। তলিয়ে গেছে ৪৩ হাজার হেক্টর ফসলি জমি। ক্ষতিগ্রস্ত হয়েছে বাঁধ, কালভার্ট ও রাস্তাঘাট। চরম ভোগান্তিতে রয়েছে আসামের ২৮ জেলার প্রায় ১৯ লাখ মানুষ। আশ্রয়কেন্দ্রগুলোতে অবস্থান করছে এক লাখ বাসিন্দা। রাজ্যের হোজাই জেলায় বন্যার্তদের বহন করা একটি নৌকা ডুবে গেছে। ওই নৌকার ২১ জনকে উদ্ধার করা গেলেও খোঁজ পাওয়া যাচ্ছে না তিন শিশুর। 

বন্যা ও ভূমিধসের কারণে আটকে পড়া লোকজনকে সরিয়ে নিতে গুয়াহাটি ও শিলচরের মধ্যে বিশেষ ফ্লাইট চালু করেছে আসাম সরকার।

Link copied!