বরখাস্ত সাংবাদিক এমিলি বললেন, ফিলিস্তিনকে সমর্থন অব্যাহত রাখব

দ্য রিপোর্ট ডেস্ক

মে ২৪, ২০২১, ১০:৪৬ পিএম

বরখাস্ত সাংবাদিক এমিলি বললেন, ফিলিস্তিনকে সমর্থন অব্যাহত রাখব

আন্তর্জাতিক সংবাদ সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) থেকে বরখাস্ত হওয়া সাংবাদিক এমিলি উইল্ডার বলেছেন, তিনি ভীত এবং চুপ হবেন না। তিনি বরং ফিলিস্তিনিদের প্রতি তার সমর্থন অব্যাহত রাখবেন। 

ap545480216580
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার ওপর ইসরায়েলি সাম্প্রতিক বর্বর আগ্রাসনের সমালোচনা এবং ফিলিস্তিনি জনগণের প্রতি সমর্থন দেওয়ার জন্য এপি কর্তৃপক্ষ তাকে বহিষ্কার করে। আমেরিকার স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি থেকে গ্রাজুয়েশন সম্পন্ন করা এমিলি উইল্ডার এ বিষয়ে এরপরই একটি বিবৃতি প্রকাশ করেন। সেখানে তিনি ‘কেন এবং কীভাবে’ বার্তা সংস্থা এপি থেকে বরখাস্ত হলেন তার বিস্তারিত তথ্য তুলে ধরেন।

চরমপন্থী ইসরায়েলি কয়েকটি গণমাধ্যম উইল্ডারকে টার্গেট করার পর তাকে এপি কর্তৃপক্ষ বহিষ্কার করে। তার আগ পর্যন্ত এমিলি উইল্ডার নিউইয়র্ক শহরের প্রধান কার্যালয়ে কর্মরত ছিলেন। ওই গণমাধ্যমগুলো অভিযোগ তুলে বলেছে যে, বিশ্ববিদ্যালয় জীবনে ফিলিস্তিনের প্রতি সমর্থন জানিয়ে উইল্ডার নানামুখী কর্মকাণ্ডে জড়িত ছিলেন।

20191113_2_39292170_49417108

ব্রিটিশ পত্রিকা গার্ডিয়ানকে উইল্ডার জানিয়েছেন, বার্তা সংস্থা এপি’র সামাজিক যোগাযোগ মাধ্যমের নীতি লঙ্ঘন করার অভিযোগ তুলে তাকে বরখাস্ত করা হয়েছে তবে কোন টুইটার পোস্টে এপি’র নীতি লঙ্ঘন করা হয়েছে সে বিষয়ে তাকে বিস্তারিত কিছু জানানো হয়নি। 

গত সপ্তাহে ইসরায়েলি পক্ষের গণমাধ্যমগুলো উইল্ডার সম্পর্কে নানা ধরনের মনগড়া স্টোরি প্রকাশ করে যাতে তার ইসরায়েল ও ইহুদিবাদবিরোধী তৎপরতার কথা প্রকাশ করা হয়। এরপরই তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয় এপি কর্তৃপক্ষ।

Link copied!