ভারতের প্রেসিডেন্ট নির্বাচন: দ্রৌপদী মুর্মুর পাল্লাই ভারী

দ্য রিপোর্ট ডেস্ক

জুলাই ১৯, ২০২২, ১২:০৯ এএম

ভারতের প্রেসিডেন্ট নির্বাচন: দ্রৌপদী মুর্মুর পাল্লাই ভারী

ভারতের ১৫তম রাষ্ট্রপতি নির্বাচনে ভোট গ্রহণ চলছে। এই নির্বাচনে ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টি (বিজেপি) নেতৃত্বাধীন ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্সের (এনডিএ) প্রার্থী দ্রৌপদী মুর্মু এগিয়ে আছেন। বিরোধীদের প্রার্থী হয়ে লড়ছেন যশোবন্ত সিনহা। হিন্দুস্তান টাইমস সূত্রে এ তথ্য জানা গেছে।

আরও পড়তে পারেন: ভারতের রাষ্ট্রপতি নির্বাচনে কেন ইভিএম নয়? যেভাবে হয় ভোটগ্রহণ

এ নির্বাচনে দেশটির ৪ হাজার ৮০০ এমপি ও এমএলএ নিজ নিজ পছন্দের প্রার্থীর পক্ষে ভোট দেবেন। ২১ জুলাই ভোট গণনার পর ফল ঘোষণা করা হবে।

২৪ জুলাই বর্তমান প্রেসিডেন্ট রাম নাথ কোভিন্দের মেয়াদ শেষ হওয়ার পরদিন ২৫ জুলাই নতুন প্রেসিডেন্ট শপথ নেবেন।

সোমবার স্থানীয় সময় সকাল ১০টায় ভোট গ্রহণ শুরু হয়। এই নির্বাচনে ভোটার সংখ্যা প্রায় ৪ হাজার ৮০০ জন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং শুরুর দিকেই ভোট দেন। বিকেল ৫টা নাগাদ ভোট গ্রহণ চলবে।

ভারতের সর্বোচ্চ দপ্তরের লড়াইয়ে দ্রৌপদী মুর্মুকে (৬৪) শক্তিশালী প্রতিদ্বন্দ্বী মনে করা হচ্ছে। ওডিশার উপজাতি নারী ও ঝাড়খন্ডের সাবেক এই গভর্নরকে অনেক হিসাব-নিকাশ করেই প্রার্থী করেছে এনডিএ জোট।

ভারতের বেশ কয়েকটি বড় বড় দল এনডিএ মনোনীত দ্রৌপদীকে সমর্থন করার কথা জানিয়েছে। ওড়িশার শাসকদল বিজু জনতা দল, এআইএডিএমকে, শিবসেনাও দ্রৌপদী মুর্মুকে সমর্থনের ঘোষণা করেছে। এদিকে কংগ্রেসের জোট সঙ্গী ঝাড়খণ্ড মুক্তি মোর্চাও ঘোষণা করেছে যে তারা দ্রৌপদী মুর্মুকেই সমর্থন করবে। তাছাড়া শিরোমণি অকালি দল, তেলুগুদেশম পার্টি, ওয়াইএসআর কংগ্রেস পার্টি, জনতা দল সেকুলার, বহুজন সমাজ পার্টিও সমর্থন করছে দ্রৌপদীকে।

Link copied!