তুরস্কে আবারও এক শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে; বহু মরদেহ উদ্ধারের মধ্যেই আঘাত হানা এ ভূমিকম্পের মাত্রা ৫ দশমিক ৫। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ (ইউএসজিএস) এ তথ্য দিয়েছে।
সিএনএন বলছে, সোমবার ভোরে ৭ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প আঘাত হানার পর তুরস্কে দিনভর অন্তত ১০০টি ‘আফটার শক’ হয়েছে।
এদিকে তুরস্ক ও সিরিয়ায় আঘাত হানা ভয়াবহ ভূমিকম্পে প্রাণহানির সংখ্যা ৪ হাজার ৩০০ ছাড়িয়েছে।
ইউএসজিএস জানিয়েছে, মূল ভূমিকম্পের পরে পরাঘাতের মাত্রা ক্রমশ কমতে থাকে। এখন পরাঘাতের মাত্রা ৫ থেকে ৬ এর বেশি হবে না। তারপরও উদ্ধারকারী দল ও জীবিতদের জন্য ঝুঁকি রয়ে গেছে। কারণ ৫ কিংবা ৬ মাত্রার ভূমিকম্পেও অনেক ভবন ধসে পড়তে পারে।
যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ (ইউএসজিএস) সংস্থার তথ্যমতে, প্রথমে আঘাত হানা ভূমিকম্পের মাত্রা ছিল ৭ দশমিক ৮। এরপর অন্তত ১০০ বার কেঁপে ওঠে (আফটার শক) এ দুই দেশ।