নভেম্বর ১৭, ২০২১, ০৩:১৪ পিএম
মাত্রাতিরিক্ত বায়ুদূষণের কারণে ভারতের রাজধানী দিল্লি ও এর আশপাশের শহরগুলোর সব স্কুল-কলেজ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ রাখা হয়েছে। ২১ নভেম্বর পর্যন্ত অফিসের ৫০ শতাংশ কর্মচারীর বাসা থেকে কাজ করার নির্দেশ দিয়েছে ‘কমিশন ফর এয়ার কোয়ালিটি ম্যানেজমেন্ট’ (সিএকিউএম)।
বুধবার (১৭ নভেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে আরও বলা হয়, চলতি মাসের শুরু থেকে রাজধানী শহর দূষিত ধোঁয়াশায় ঢেকে থাকায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে লকডাউনের সময় যেভাবে অনলাইনে ক্লাস নেওয়া হতো, সে রকমভাবে ক্লাস নেওয়া হতে পারে। এছাড়া সিএকিউএম'র নির্দেশনায় দিল্লির বেসরকারি প্রতিষ্ঠানগুলোর অন্তত ৫০ শতাংশ কর্মীকে বাসায় থেকে কাজের অনুমতি দিতে 'উৎসাহ' দেওয়া হয়েছে।
এই নিষেধাজ্ঞা ২১ নভেম্বর পর্যন্ত বলবত থাকলেও পরিস্থিতি বিবেচনায় সময়সীমা বাড়ানো হতে পারে।
নির্দেশনা মতে, ১০ বছর থেকে ১৫ বছরের বেশি পুরনো পেট্রোল ও ডিজেলচালিত গাড়িগুলো রাস্তায় চলবে না। কোনো চালক বৈধ 'দূষণ নিয়ন্ত্রণ সনদ' দেখাতে না পারলে তাকে আটক করা হবে।
উল্লেখ্য, দিল্লির দূষণের ফলে স্বাস্থ্যঝুঁকি এড়াতে করণীয় নিয়ে সরকারি পর্যায়ে কয়েক দিন ধরেই আলোচনা চলছে।