এপ্রিল ১৩, ২০২৩, ১১:১৪ পিএম
ইউক্রেন যুদ্ধ নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগের বেশ কিছু নথি, মানচিত্র, বিভিন্ন নকশা এবং ছবি ইন্টারনেটে ছড়িয়ে পড়তে শুরু করেছে। অনলাইনে ফাঁস হওয়া এসব কাগজপত্রের মধ্যে রয়েছে ইউক্রেন যুদ্ধের বিস্তারিত ধারাবাহিক টাইমলাইন এবং অসংখ্য দুর্ভেদ্য সামরিক সংক্ষিপ্ত শব্দসহ কাগজপত্র, যার ওপরে ‘অত্যন্ত গোপনীয়’ শব্দ লেখা রয়েছে। সবশেষ ফাঁস হওয়া তথ্যে জানা গেছে, ইউক্রেন যুদ্ধে রাশিয়া ইস্যুতে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের ওপরও নজরদারি করছিল মার্কিন যুক্তরাষ্ট্র।
কাতারভিত্তিক গণমাধ্যম আলজাজিরার প্রতিবেদনে বলা হয়, ফাঁস হওয়া নথি বলছে, ইউক্রেন যুদ্ধের পর জাতিসংঘ মহাসচিবের বিভিন্ন কর্মকাণ্ডের ওপর নজর রাখছিল ওয়াশিংটন। এর কারণ হিসেবে ফাঁস হওয়া নথি বলছে, ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানের পর মস্কোর ব্যাপারে জাতিসংঘ মহাসচিবের মনোভাবকে ‘নরম’ বলে মনে হয়েছে বিইডেন প্রশাসনের কাছে।
ফাঁস হওয়া নথিতে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস ও সংস্থার এক শীর্ষ কর্মকর্তার মধ্যকার ব্যক্তিগত কথোপকথনের বিষয়টি এসেছে। ইউক্রেন ও রাশিয়ার মধ্যকার শস্য রফতানি চুক্তির বিষয়ে মূলত ওই কথোপকথন হয়।
ফাঁস হওয়া নথিতে বলা হয়, ওই চুক্তিকালে জাতিসংঘ প্রধানকে রুশ স্বার্থ রক্ষায় বেশি ইচ্ছুক বলে মনে হয়েছে মর্কিন যুক্তরাষ্ট্রের। একটি নথিতে বলা হয়েছে, ‘ জাতিসংঘ মহাসচিব রাশিয়ার রফতানি সক্ষমতা বাড়ানোর যে প্রচেষ্টা তার ওপর জোর দিয়েছেন। সেক্ষেত্রে যদি নিষেধাজ্ঞাপ্রাপ্ত বা অনুমোদিত কোনো রুশ সংস্থা বা ব্যক্তির সাথে কাজ করতে হয় তাহলেও তিনি(গুতেরেস) তাই করার পক্ষে।’