মিয়ানমারে বিক্ষোভের রক্তাক্ত দিনে ১৮ জন নিহত

আন্তর্জাতিক ডেস্ক

মার্চ ১, ২০২১, ০৩:৫১ এএম

মিয়ানমারে বিক্ষোভের রক্তাক্ত দিনে ১৮ জন নিহত

সামরিক অভ্যুত্থানের পর প্রতিবাদী বিক্ষোভের সবচেয়ে রক্তাক্ত দিন পার করলো মিয়ানমার। রবিবার দেশটিতে জান্তাবিরোধী বিক্ষোভে গুলি ও সহিংসতায় কমপক্ষে ১৮ জন নিহত হয়েছেন। এছাড়া বিক্ষোভের সময় আহত হয়েছে আরও শতাধিক আন্দোলকারী।

রবিবার দেশটির বিভিন্ন এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সেনা অভ্যুত্থানবিরোধীদের ব্যাপক সংঘর্ষ হয়। সেসময় কয়েকশ বিক্ষোভকারীকে গ্রেপ্তার করে পুলিশ। বিক্ষোভ দমনে রাস্তায় নামেন সেনাসদস্যরাও।

এ ঘটনার প্রতিবাদ জানিয়ে বিবৃতি প্রকাশ করেছে জাতিসংঘের হিউম্যান রাইটস অফিস। বিবৃতিতে সংস্থাটি জানায়, ‘সারাদিনে, দেশের (মিয়ানমার) বিভিন্ন স্থানে পুলিশ ও সামরিক বাহিনী শান্তিপূর্ণ প্রতিবাদে প্রাণঘাতী ও সহায়ক শক্তি নিয়ে আক্রমণ করে- জাতিসঙ্ঘের হিউম্যান রাইটস অফিসের প্রাপ্ত বিশ্বাসযোগ্য তথ্য অনুসারে অন্তত ১৮ জন নিহত ও ৩০ জনের বেশি আহত হয়েছেন।’

সংস্থাটির মুখপাত্র রাভিনা শ্যামদাসানি বিবৃতিতে বলেন, ‘আমরা মিয়ানমারে বিক্ষোভের বিরুদ্ধে সহিংসতার বৃদ্ধির কঠোর নিন্দা জানাচ্ছি এবং সামরিক বাহিনীর কাছে আহ্বান করছি তারা যেনো শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের বিরুদ্ধে শক্তির ব্যবহার অবিলম্বে বন্ধ করে।’

সামরিক শাসনের বিরুদ্ধে মিয়ানমারের চলমান বিক্ষোভে এপর্যন্ত মোট ২৪ জন নিহতের খবর পাওয়া গেছে। তবে রবিবারে বিক্ষোভ দমনে গুলি ও সহিসংতার ঘটনায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

সেনাঅভ্যুত্থানের বিরুদ্ধে রবিবার বিক্ষোভের সময় পুলিশের গুলির ঘটনায় ‘গভীর উদ্বেগ’ প্রকাশ করেছে ইন্দোনেশিয়া। ইন্দোনেশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়, ‘ইন্দোনেশিয়া মিয়ানমারের নিরাপত্তা বাহিনীকে বিক্ষোভ দমনে বলপ্রয়োগে আরো সংযত থাকার এবং রক্তপাত ও প্রাণহানি এড়াতে সর্বোচ্চ ধৈর্যের অনুশীলন করার আহ্বান জানাচ্ছে।’

মিয়ানমারের চলমান সংকট নিয়ে আলোচনার জন্য অ্যাসোসিয়েশন অব সাউথ-ইস্ট এশিয়ান নেশন্স (আসিয়ান) এর বিশেষ বৈঠকের প্রস্তাবও করেছে ইন্দোনেশিয়া।

Link copied!