যুক্তরাষ্ট্র ও ইউরোপে বাতিল হাজারো ফ্লাইট

আন্তর্জাতিক ডেস্ক

ডিসেম্বর ২৫, ২০২১, ০৭:২৩ পিএম

যুক্তরাষ্ট্র ও ইউরোপে বাতিল হাজারো ফ্লাইট

করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রন বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ায় এবং সীমান্তে কঠোর নিষেধাজ্ঞার কারণে যুক্তরাষ্ট্র ও ইউরোপের হাজারো ফ্লাইট বাতিল করা হয়েছে। এমতাবস্থায় ক্রিসমাস উপলক্ষে যাত্রীদের পরিকল্পিত ভ্রমণ বিঘ্নিত হয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যমে বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জাানা গেছে।

গত সপ্তাহের শুরুতে মার্কিন শীর্ষ সংক্রামক রোগ বিশেষজ্ঞ ড. অ্যান্থনি ফাউসি সবাইকে সতর্ক করে বলেছিলেন, ক্রিসমাসে ভ্রমণ পূর্ণ ডোজ টিকাপ্রাপ্তদের মধ্যেও ওমিক্রন সংক্রমণ বাড়িয়ে তুলবে। এরই ধারাবাহিকতায়  যুক্তরাষ্ট্রের ফ্লাইটএওয়ার ওয়েবসাইটে জানানো হয়, বিশ্বজুড়ে হাজার হাজার ফ্লাইট বাতিল করা হয়েছে।

ক্রিসমাসের প্রাক্কালে এসে স্থানীয় সময় বৃহস্পতিবার(২৩ ডিসেম্বর) ইউএস এয়ারলাইনস বলেছে, ফ্লাইট ক্রুদের অনেকে করোনা পজিটিভ হওয়ায় তাঁদের আইসোলেশন-হাসপাতালে পাঠানোয় কর্মী সংকটে ভুগছে। এই প্রভাবের কারণে অনেক ফ্লাইট বাতিল করতে হয়েছে।

যুক্তরাষ্ট্রের পাশপাশি ইউরোপের দেশগুলোতে ও অস্ট্রেলিয়ায় হাজারো ফ্লাইট বাতিল হয়েছে। গতকাল শুক্রবার হাজার হাজার উৎসব র‍্যালি বাধাগ্রস্ত হয়েছে। সিডনি এবং মেলবোর্ন থেকে অন্যান্য শহরে ১০০ টিরও বেশি অভ্যন্তরীণ ফ্লাইট বাতিল করা হয়েছে। উত্তর স্পেনের কাতালোনিয়ায় রাতারাতি কারফিউ জারি করা হয়েছে এবং নেদারল্যান্ডস কঠোর লকডাউনে রয়েছে।

এত কিছুর মাঝেও বৃহস্পতিবার যুক্তরাজ্য, ফ্রান্স এবং ইতালিতে রেকর্ড সংক্রমণ শনাক্ত হয়েছে। যুক্তরাষ্ট্রে দৈনিক করোনার নতুন ধরন ওমিক্রন শনাক্তের হার ডেলটা তরঙ্গের চূড়াও ছাড়িয়ে গেছে এবং সারা দেশে হাসপাতালগুলি পূর্ণ হয়ে যাচ্ছে।

Link copied!