ইউক্রেনে আগ্রাসনের দায়ে রাশিয়াকে চরম রাজনৈতিক ও অর্থনৈতিক মূল্য দিতে হবে বলে হুঁশিয়ারি করেছেন বিশ্বের শিল্পোন্নত দেশগুলোর সংগঠন জি৭-এর নেতারা। রাশিয়ার প্রেসিডেন্ট ভদ্মাদিমির পুতিনকে ইউক্রেনে জয়ী হতে দেওয়া হবে না- এমন অঙ্গীকার করেছেন তাঁরা।
জার্মানিতে অনুষ্ঠিত তিন দিনব্যাপী শীর্ষ সম্মেলনের শেষ দিন মঙ্গলবার প্রভাবশালী নেতারা এই ঘোষণা দেন।
ইউক্রেনে সামরিক অভিযান শুরুর পর একের পর এক নিষেধাজ্ঞার কবলে পড়তে হয় রাশিয়াকে। রুশপণ্যে শুল্ক আরোপসহ দেশটির সঙ্গে লেনদেন বন্ধ করে দেয় বিভিন্ন প্রতিষ্ঠান। আয় ধরে রাখতে চীন ও ভারতসহ বেশ কয়েকটি দেশকে কম দামে জ্বালানি সরবরাহের প্রস্তাব দেয় রাশিয়া। এভাবে এতদিন তেল বাণিজ্য চালিয়ে আসছিল দেশটি। কিন্তু এবার সেই পথ বন্ধ করতে উদ্যোগ নিচ্ছে জি–৭।
তেল রপ্তানি খাতে রাশিয়ার আয় কমাতে ঐকমত্যে পৌঁছেছেন জি-৭ নেতারা। এ সিদ্ধান্তের মাধ্যমে ইউক্রেন যুদ্ধের ব্যয়বহনের ক্ষেত্রে রাশিয়াকে চাপে ফেলা যাবে বলে বিশ্বাস তাদের। সম্মেলনে রাশিয়ার তেল রফতানি কমাতে জি–৭ জোটের বাইরে থাকা দেশগুলোকেও পাশে থাকার আহ্বান জানানো হয়।
এ সম্মেলনে রাশিয়ার বিরুদ্ধে নেওয়া হয়েছে আরও বেশকিছু নিষেধাজ্ঞার পদক্ষেপ। এর মধ্যে আছে- স্বর্ণ আমদানি নিষিদ্ধ করা ও সামরিক নিষেধাজ্ঞা। সেইসঙ্গে ইউক্রেনকে দীর্ঘমেয়াদি সহায়তার ব্যাপারেও সম্মত এই ৭ দেশ।
জি৭ সম্মেলন শেষ হতে না হতেই আবারও সামরিক জোট ন্যাটোর শীর্ষ সম্মেলনে যোগ দিতে স্পেনের মাদ্রিদে যাচ্ছেন নেতারা। সেখানে তাঁরা জোটভুক্ত দেশগুলোর জন্য আরও বেশি সংখ্যক সেনা সদস্য বাড়ানোর পরিকল্পনা অনুমোদন করবেন বলে আশা করা হচ্ছে।