খাদ্যশস্য রপ্তানির জন্য ইউক্রেনের কৃষ্ণসাগরীয় বন্দরগুলো খুলে দিতে একটি চুক্তি স্বাক্ষর করতে যাচ্ছে রাশিয়া ও ইউক্রেন। আজ শুক্রবার এই চুক্তি হতে পারে বলে জানিয়েছে তুরস্ক। রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
তবে তাৎক্ষণিকভাবে রাশিয়া বা ইউক্রেন তুরস্কের প্রেসিডেন্টের কার্যালয় থেকে এটি নিশ্চিত করেনি।
বিশ্বের বৃহত্তম খাদ্য উৎপাদনকারী দেশগুলোর অন্যতম রাশিয়া ও ইউক্রেন। এই উদ্যোগের মাধ্যমে ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের পর থেকে সৃষ্ট বৈশ্বিক খাদ্য সংকট কিছুটা হলেও কমে আসবে বলে সংশ্লিষ্টরা আশা করেছেন।
জাতিসংঘের একজন মুখপাত্র জানান, সংস্থার মহাসচিব আন্তোনিও গুতেরেস তুরস্ক যাচ্ছেন। বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে সাতটায় এই চুক্তি স্বাক্ষরিত হওয়ার কথা রয়েছে বলে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের দপ্তর জানিয়েছে।
রাশিয়া কৃষ্ণসাগরে ইউক্রেনের বন্দরগুলো অবরুদ্ধ করলে বৈশ্বিক বাজারগুলোয় খাদ্যশস্য সরবরাহ কমে যায়। দেশটি গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে হামলা শুরু করলে খাদ্যশস্যের দাম লাফিয়ে বাড়তে থাকে।
এদিকে, জেলেনস্কি দেশের সেনাবাহিনীর প্রশংসা করে বলেন, 'আমাদের বন্দরগুলো খুলে দেওয়ার বিষয়ে তুরস্ক থেকে সংবাদ আসবে বলে আমরা প্রত্যাশা করছি।'
বৈশ্বিক খাদ্য সংকট সৃষ্টির দায় নেয়নি রাশিয়া। তাদের দাবি, পশ্চিমের আরোপিত বিধিনিষেধের কারণে তাদের নিজেদের খাদ্য ও সার রপ্তানি স্তিমিত হয়ে পড়েছে।