সাত দেশের সঙ্গে বিমান চলাচল স্থগিত আমিরাতের

আন্তর্জাতিক ডেস্ক

নভেম্বর ২৯, ২০২১, ০৩:৩২ পিএম

সাত দেশের সঙ্গে বিমান চলাচল স্থগিত আমিরাতের

দক্ষিণ আফ্রিকায় শনাক্ত হওয়া করোনাভাইরাসের নতুন ধরন ‘ওমিক্রন’ থেকে বাঁচতে সাত দেশের সঙ্গে বিমান চলাচল স্থগিত ঘোষণা করেছে মধ্য প্রাচ্যের দেশ  সংযুক্ত আরব আমিরাত।

সোমবার (২৯ নভেম্বর) থেকে এ স্থগিতাদেশ কার্যকর হয়ে পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত বহাল থাকবে বলে দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে। খবর গলফ নিউজ ও খালিজ টাইমসের।

সংযুক্ত আরব আমিরাত যেসব দেশের সঙ্গে ফ্লাইট স্থগিত করেছে সেগুলো হলো- দক্ষিণ আফ্রিকা, নামিবিয়া, বতসোয়ানা, জিম্বাবুয়ে, মোজাম্বিক, লিসোথো ও এসওয়াতিনি।

জেনারেল সিভিল এভিয়েশন অথরিটি, সুপ্রিম কাউন্সিল ফর ন্যাশনাল সিকিউরিটি এবং ন্যাশনাল ইমার্জেন্সি ক্রাইসিস অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি এ তথ্য জানিয়েছে।

দক্ষিণ আফ্রিকা থেকে করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রনের সংক্রমণ শুরু। এখন তা ইউরোপের বিভিন্ন দেশে ছড়িয়েছে। বিশেষ করে যুক্তরাজ্য, জার্মানি, নেদারল্যান্ডস, বেলজিয়াম, ইটালি এবং হংকংয়ে এই ভাইরাস শনাক্ত হয়েছে। ইতোমধ্যে বিশ্বের বিভিন্ন দেশে ওমিক্রন থেকে বাঁচতে কড়াকড়ি আরোপ করেছে।

দক্ষিণ আফ্রিকায় প্রথম শনাক্ত হওয়া  করোনার নতুন ধরন ওমিক্রন আরও বেশি ভয়ংকর ও শক্তিশালী বলে  উদ্বেগ প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডাব্লিউএইচও)। ওমিক্রন আনুষ্ঠানিকভাবে ‘উদ্বেগজনক ভ্যারিয়েন্ট’ হিসেবে ঘোষণা দিয়েছে ডাব্লিউএইচও।

আগের সব ভ্যারিয়েন্টের চেয়ে এই ভ্যারিয়েন্ট অনেক বেশি দ্রুত সংক্রমণ ঘটাতে সক্ষম। এমনকি করোনার নতুন এই ধরনটি টিকার কার্যকারিতাকেও ফাঁকি দেওয়ার সক্ষমতা অর্জন করে থাকেতে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। এ কারণে নতুন ধরন ওমিক্রনকে বলা হচ্ছে ‌‌‌'সুপার ভ্যারিয়েন্ট'।

Link copied!