সুদানে সাম্প্রদায়িক সংঘর্ষ: নিহত ২৪

দ্য রিপোর্ট ডেস্ক

ডিসেম্বর ৬, ২০২১, ১১:০৫ এএম

সুদানে সাম্প্রদায়িক সংঘর্ষ: নিহত ২৪

আফ্রিকার দেশ সুদানে সাম্প্রাদায়িক দাঙ্গায় অন্তত ২৪ জন নিহত হয়েছে। সুদানের পশ্চিমাঞ্চল দারফুরে দেশটির আরব এবং অনারব সম্প্রদায়গুলোর মধ্যকার সংঘর্ষে তারা নিহত হন। স্থানীয় সময় রবিবার (৫ ডিসেম্বর) দেশটির দারফুর প্রদেশে এই প্রাণহানির ঘটনা ঘটে।

সংবাদমাধ্যম আল জাজিরা জানাচ্ছেন, শনিবার (৪ ডিসেম্বর) রাতে পশ্চিম দারফুর প্রদেশের ক্রিন্ডিং আশ্রয়শিবিরে দুইজনের মধ্যে আর্থিক লেনদেন নিয়ে দ্বন্দ্বের সৃষ্টি হয়।

পরে, সেই ঘটনা নিয়েই সংঘর্ষ ছড়িয়ে পড়ে। পশ্চিম দারফুর প্রদেশের ওই আশ্রয়শিবিরে মূলত উদ্বাস্তুরাই বসবাস করেন। শনিবার রাতের ওই ঘটনা নিয়ে রবিবার সকালে ওই ক্যাম্পে হামলা করে আরবরা। পপুলার ডিফেন্স ফোর্স নামে পরিচিত ওই যোদ্ধারা আশ্রয়শিবিরে আগুন ধরিয়ে দেয় এবং মালামাল লুট করে।

এর আগে, গত নভেম্বর মাসে দারফুর অঞ্চলে পশুপালকদের মধ্যকার টানা কয়েকদিনের সংঘাতে ৩৫ জন নিহত হয়েছিলেন।

সূত্র: আল-জাজিরা

Link copied!