হংকংয়ে অ্যাপল ডেইলির সম্পাদকসহ গ্রেপ্তার ৫

আন্তর্জাতিক ডেস্ক

জুন ১৭, ২০২১, ০৫:৩৬ পিএম

হংকংয়ে অ্যাপল ডেইলির সম্পাদকসহ গ্রেপ্তার ৫

হংকংয়ের গণতন্ত্রপন্থী সংবাদপত্র হিসেবে পরিচিত ‘অ্যাপল ডেইলি’র প্রধান সম্পাদকসহ মোট পাঁচজনকে গ্রেপ্তার করেছে স্থানীয় পুলিশ। স্থানীয় সময় বৃহস্পতিবার (১৭ জুন)  জাতীয় সুরক্ষা আইন লঙ্ঘনের সন্দেহের ভিত্তিতে তাদের গ্রেফতার করা হয়েছে।

মিডিয়া মোগল জিমি লাইয়ের মালিকানাধীন অ্যাপল ডেইলি বেইজিংয়ের নেতৃত্ব নিয়ে সমালোচনার জন্য আলোচিত। জিমি লাইকে এর আগে গ্রেপ্তার করা হয়েছে এবং বিভিন্ন অভিযোগের ভিত্তিতে তাকে কারাগারে রাখা হয়েছে।

শুরু থেকেই সরকারের সমালোচক হিসেবে পরিচিত অ্যাপল ডেইলি। জিমি লাই চীনে জন্মগ্রহণ করেছিলেন। শিশু অবস্থায় তাকে হংকংয়ে পাচার করা হয়। এর আগে এক সাক্ষাতকারে তিনি বলেন, তাকে কারাগারে রাখা হলেও তিনি ‘অর্থপূর্ণ ভাবে জীবন-যাপন করবেন’।

তিনি বলেন, ‘আমি এখানে (হংকং) এক ডলার নিয়ে হাজির হয়েছিলাম। আমি এই জায়গার কারণে সব কিছু পেয়েছি। এখন যদি পরিশোধের সময় হয় তাহলে এটা আমার মুক্তি।’

লাইয়ের বিরুদ্ধে আটটি অভিযোগ আনা হয়। এর মধ্যে দুটি অভিযোগ হংকংয়ে নতুন কার্যকর হওয়া জাতীয় নিরাপত্তা আইনের আওতায়। এর শাস্তি হিসেবে সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে।

গত বছর জাতীয় নিরাপত্তা আইন প্রণয়নের পর এই আইনের আওতায় এরই মধ্যে বেশ কিছু কর্মীকে আটক করেছে পুলিশ।

বিবিসি জানিয়েছে, সকাল সাড়ে ৭টার দিকে সংবাদ পত্রটির অফিসে ঢুকে পুলিশ এতে প্রবেশ ও বের হওয়ার পথ বন্ধ করে দেয়। এরপর ওই ব্যক্তিদের গ্রেপ্তার করা হয়। 

অ্যাপল ডেইলির ফেসবুক পেজে পুলিশের অভিযান চালানোর ঘটনাটি লাইভ প্রচার করা হয়। 

সূত্র: বিবিসি।

 

Link copied!