হাইকোর্টও জানে না কী কারণে গ্রেফতার হলেন ইমরান খান?

দ্য রিপোর্ট ডেস্ক

মে ৯, ২০২৩, ০৮:৫৬ পিএম

হাইকোর্টও জানে না কী কারণে গ্রেফতার হলেন ইমরান খান?

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও তেহরিক-ই-ইনসাফ দলের প্রধান ইমরান খান গ্রেফতার হয়েছেন। তাঁর বিরুদ্ধে একাধিক মামলা আগে থেকেই চলছিল। সেই সংক্রান্ত একটি মামলায় হাজিরা দিতে ইসলামাবাদের হাইকোর্টে পৌঁছলে  আদালত চত্বর থেকে পিটিআই প্রধানকে গ্রেফতার করে পাকিস্তানি রেঞ্জার্সের সদস্যরা।

ইসলামাবাদে ১৪৪ ধারা জারি, ইন্টারনেট বিচ্ছিন্ন

ইমরান খানকে গ্রেফতারের পর গোটা ইসলামাবাদ শহরে তুলকালাম কাণ্ড বেঁধে যায়। গোটা শহরে জারি করা হয় ১৪৪ ধারা। ইসলামাবাদ পুলিশের হুঁশিয়ারি, যারা নিয়ম ভাঙবে, তাঁদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে। গ্রেফতারের ঘটনায় পিটিআই দলের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। নেতাকর্মীরা বিভিন্ন প্রদেশে আন্দোলনের জন্য জড়ো হচ্ছেন বলে খবর বেরিয়েছে। তাদের এই তৎপরতা ইসলামাবাদ থেকে ছড়িয়ে পড়েছে লাহোর, পাঞ্জাব, করাচিসহ গোটা পাকিস্তানে। পরিস্থিতি সামাল দিতে অশান্ত এলাকাগুলিতে হাই অ্যালার্ট জারি করেছে সরকার। রাজধানীতে বিচ্ছিন্ন করে দিয়েছে ইন্টারনেট সংযোগ।

গ্রেফতার নিয়ে হাইকোর্ট কী বলেন?

পাকিস্তানের সাবেক এই প্রধানমন্ত্রী কি কারণে গ্রেফতার হলেন তা নিয়ে পাকিস্তানে বেশ জল্পনা শুরু হয়েছে। শোরগোল গোটা দেশে। দেশটির হাইকোর্ট বিষয়টি ভালভাবে নেননি। কেন ইমরান খানকে গ্রেফতা্র করা হলো

১৫ মিনিটের মধ্যে আদালতে হাজির হয়ে তা জানাতে দেশটির স্বরাষ্ট্র সচিব, অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ও ইসলামাবাদের পুলিশ প্রধানকে নির্দেশ দেয় ইসলামাবাদ হাইকোর্ট।

এই গ্রেফতারের পেছনে কে বা কারা রয়েছে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেলকে তা অবিলম্বে খুঁজে বের করার নির্দেশ দিয়েছেন হাইকোর্টের প্রধান বিচারপতি আমির ফারুক। প্রধান বিচারপতি বলেন, ‘যদি তদন্ত করতে হয় তাহলে প্রধানমন্ত্রী ও মন্ত্রীদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। আমাদের জানান, তাঁকে কোন মামলায় গ্রেফতার করা হল?”

গ্রেফতারের পেছনে তথ্য ও সম্প্রচারমন্ত্রী?

ইমরান খানের গ্রেফতারের পেছনে অনেকে তিাঁর সাথে ব্যক্তিগত বিরোধের গন্ধ খুঁজে পাচ্ছেন। তারা বলছেন, গ্রেফতারে পেছন থেকে কলকাঠি নেড়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী মরিয়ম আওরঙ্গজেব। কারণ গ্রেফতারের ২৪ ঘণ্টারও কম সময়ের আগে তিনি বলেছিলেন, পিটিআই চেয়ারম্যান ইমরান খানকে গ্রেফতার করলেই দেশের চলমান সমস্যার সমাধান হবে।

শুধু তাই নয়, ওইসময় মরিয়ম আওরঙ্গজেব আরও বলেন, দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র এবং দুর্নীতির জন্য প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানকে শাস্তি দেওয়া উচিত। ইমরান খানের ‘নোংরা মানসিকতা’ সমাজে অসহিষ্ণুতা ও সহিংসতার জন্ম দিচ্ছে বলেও তিনি মন্তব্য করেন।

পুলিশ কী বলছে?

আদালতের নির্দেশে ইমরান খানকে গ্রেফতার করা হয়নি-এটা বেশ স্পষ্ট। তবে ইসলামাবাদ পুলিশের পক্ষ থেকে এক বিবৃতিতে পুলিশ মহাপরিদর্শক আকবর নাসির খান জানান, বাহরিয়া টাউনের থেকে আল-কাদির ট্রাস্টকে জমি দেওয়া সংক্রান্ত একটি মামলায় ইমরান খানকে গ্রেফতার করা হয়েছে। এই ট্রাস্টটি তেহরিক-ই-ইনসাফ প্রধান ইমরান খান ও তাঁর স্ত্রীর যৌথ মালিকানায় রয়েছে।

প্রসঙ্গত, ক্ষমতাচ্যূত হওয়ার পর থেকেই ইমরান খানের বিরুদ্ধে একের পর এক মামলা দায়ের হয়। সব মিলিয়ে এখন তাঁর বিরুদ্ধে ১৩টি মামলা চলছে। এর আগে অন্যান্য বেশ কয়েকটি মামলায় তাঁকে গ্রেফতার করতে চেয়েছিল দেশটির পুলিশ। এমনকী তাঁর বাড়িরও দখল নেওয়া হয়েছিল। তবে, ওই আগের প্রত্যেকটি ক্ষেত্রেই গ্রেফতারি এড়াতে পেরেছিলেন পিটিআই প্রধান। তবে এবার জমি দুর্নীতি মামলায় গ্রেফতার এড়াতে পারলেন না ক্রিকেটার-কাম এই রাজনীতিবিদ।

Link copied!