২৪ ঘন্টায় ৬ শতাধিক ইউক্রেনীয় সেনা হত্যার দাবি রাশিয়ার

আন্তর্জাতিক ডেস্ক

জুন ২৪, ২০২২, ০১:০১ এএম

২৪ ঘন্টায় ৬ শতাধিক ইউক্রেনীয় সেনা হত্যার দাবি রাশিয়ার

রুশ সেনাবাহিনীর হামলায় গত ২৪ ঘণ্টায় অন্তত ৬৫০ ইউক্রেনীয় সেনা প্রাণ হারিয়েছেন বলে দাবি করেছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়।

ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার, রুশ মন্ত্রণালয় আরও দাবি করেছে, তাদের বাহিনীর হামলায় ইউক্রেন অব্যহতভাবে ক্ষয়ক্ষতির স্বীকার হচ্ছে এবং ইউক্রেনের সেনারা যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে যাচ্ছেন।

লুহানেস্কের মিরনাইয়া দোলিনায় থাকা ইউক্রেনীয় জুনিয়র কমান্ডাররা তাদের অধীনস্থদের যুদ্ধক্ষেত্রে রেখে পালিয়ে গেছে বলেও জানায় রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। 

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় আরও জানায় ক্লিনোভোয়েত নামক স্থানে ইউক্রেনের সেনাবাহিনীর ৩০তম মেকানাইজড ব্রিগেডের মাত্র ৫০ ভাগ সেনা অবশিষ্ট আছে এবং ১৭০ জনেরও বেশি আহত অফিসার ও সেনাদের উদ্ধার করা হয়েছে।

এছাড়া, মাইকোলাইভ অঞ্চলে রুশ এরোস্পেস ফোর্স হামলা চালিয়ে ইউক্রেনের সেনাবাহিনীর ৪৯টি ট্যাংক এবং ফুয়েলসহ আরও যুদ্ধাস্ত্র ধ্বংস করেছে।  জানিয়েছে রাশিয়া। তবে মস্কোর এসব দাবির সত্যতা যাচাই করতে পারেনি আন্তর্জাতিক গণমাধ্যমগুলো। 

প্রসঙ্গত, উত্তর আটলান্টিক নিরাপত্তা জোট ন্যাটোর সদস্যপদের জন্য কয়েক বছর আগে আবেদন করা নিয়ে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে দ্বন্দ্ব শুরু হয়। এর মধ্যে ন্যাটো ইউক্রেনকে ‘সহযোগী দেশ’ হিসেবে মনোনীত করায় মস্কো-কিয়েভের দ্বন্দ্ব আরও প্রকট হয়। ন্যাটোর সদস্যপদের আবেদন প্রত্যাহারে চাপ প্রয়োগ করতে যুদ্ধ শুরুর দুই মাস আগ থেকেই ইউক্রেন সীমান্তে প্রায় দুই লাখ সেনা মোতায়েন রাখে মস্কো।

তবে ওই কৌশল কাজে না আসায় গত ২২ ফেব্রুয়ারি ইউক্রেনের পূর্বাঞ্চলীয় দুই ভূখণ্ড দনেতস্ক ও লুহানস্ককে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয় রাশিয়া। এর দুদিন পর ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযান শুরুর নির্দেশ দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এরপর থেকে ইউক্রেন ও রাশিয়ার মধ্যে যুদ্ধ চলছে।

Link copied!