একের পর এক আফগানিস্তানের প্রাদেশিক রাজধানীগুলো চলে যাচ্ছে তালিবানের দখলে। পদত্যাগ করে দেশ ছাড়ছেন দেশটির অর্থমন্ত্রী। অন্যদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেনাপ্রধান জেনারেল ওয়ালি মোহাম্মদ আহমদজাইকে সরিয়ে আফগানিস্তানের নতুন সেনাপ্রধান হিসেবে জেনারেল হায়বাতুল্লাহ আলিজাইকে নিয়োগ দেওয়া হয়েছে। এই অবস্থায় মার্কিন গোয়েন্দা তথ্য বলছে, ৯০ দিনের মধ্যেই তালেবানের হাতে পতন ঘটতে পারে রাজধানী কাবুলের।
মঙ্গলবার (১০ আগস্ট) এক টুইটার বার্তায় পদত্যাগের কথা জানান দেশটির অর্থমন্ত্রী খালিদ পায়েন্দা। ব্যক্তিগত কারণ দেখিয়ে তিনি পদত্যাগ করলেও আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবরে বলা হয়, নিরাপত্তা পরিস্থিতির বিবেচনায় তিনি পদত্যাগ করেছেন। স্ত্রীকে নিয়ে তিনি দেশ ছাড়ছেন। তবে কোন দেশে যাচ্ছেন, তা জানা যায়নি।
আফগান প্রেসিডেন্ট আশরাফ গনি বুধবার তালিবান বিরোধী অঞ্চল হিসেবে পরিচিত মাজার-ই শরিফ সফর করেন। সেখানে সরকারপন্থী যোদ্ধাদের নিয়ে সমাবেশের চেষ্টা করেন। সেখানে আবদুল রশিদ দোস্তুম ও তাজিক নেতা আতা মোহাম্মদ নূরের সঙ্গে শহর রক্ষা নিয়ে আলোচনা করেন। এই দুই নেতার নিজস্ব বাহিনী রয়েছে। মাজার-ই শরিফের অবস্থান উজবেকিস্তান ও তাজিকিস্তান সীমান্তের কাছে। এ শহরটির পতন হলে পুরো উত্তরাঞ্চলের নিয়ন্ত্রণ চলে যাবে তালিবানের হাতে।
বার্তা সংস্থা এএফপি জানায়, আফগানিস্তানের মোট ৩৪টি প্রদেশের মধ্যে নয়টি প্রদেশের রাজধানীর দখল করে নিয়েছে তালেবান যোদ্ধারা। সর্বশেষ খবর অনুযায়ী, তালেবান যোদ্ধারা গজনী শহরে ঢুকে পড়েছে। সেখানে তীব্র লড়াই চলছে। আরেক প্রাদেশিক রাজধানী কুন্দুজে শত শত সরকারি সেনা তালেবানের কাছে আত্মসমর্পণ করেছেন। এর আগে শহরটি রক্ষায় তারা বিমানবন্দর এলাকায় লড়াই করছিলেন।
জাতিসংঘের তথ্য অনুযায়ী, দেশটিতে চলমান সহিংসতায় গত মাসে এক হাজারের বেশি বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।