সেপ্টেম্বর ১৯, ২০২৩, ০৫:০৮ পিএম
ছাত্রলীগের কেন্দ্রীয় দুই নেতাকে তুলে নিয়ে বেধড়ক মারধরের ঘটনার তদন্ত শেষ করতে আরও সাত দিন সময় চেয়েছে ডিএমপির গঠিত তদন্ত কমিটি। তবে সময় বাড়ানোর বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেননি ডিএমপি কমিশনার। আগামীকাল (২০ সেপ্টেম্বর) এ বিষয়ে সিদ্ধান্ত জানাবেন ডিএমপি কমিশনার।
মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) ডিএমপি যুগ্ম কমিশনার (অপারেশন) বিপ্লব কুমার সরকার এ তথ্য নিশ্চিত করেছেন।
৯ সেপ্টেম্বর ছাত্রলীগের দুই নেতাকে নির্যাতনের ঘটনায় ১১ সেপ্টেম্বর একটি তদন্ত কমিটি গঠন করা হয়। তিন সদস্যের তদন্ত কমিটিকে দুই দিনের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার কথা থাকলেও সেসময়ও পাঁচ দিন সময় বৃদ্ধির আবেদন করেছিলেন। সে বর্ধিত সময় শেষ করে আজই জমা দেওয়ার কথা ছিল। তবে আজও প্রতিবেদন জমা দিতে পারেনি তদন্ত কমিটি। কমিটি পুনরায় আরও ৭ দিনের সময়ের আবেদন করেছেন ডিএমপি কমিশনারের কাছে।