পালানোর সময় ফেলে যাওয়া বস্তায় মিললো ৭ লাখ ইয়াবা

নিজস্ব প্রতিবেদক

আগস্ট ১০, ২০২৩, ০৫:৩২ এএম

পালানোর সময় ফেলে যাওয়া বস্তায় মিললো ৭ লাখ ইয়াবা

সংগৃহীত ছবি

কক্সবাজারে অভিযান চালিয়ে ৭ লাখ ইয়াবা জব্দ করেছে কোস্টগার্ড। টেকনাফকোস্ট গার্ড সদস্যরা ওই অভিযান চালানোর সময়  মাদককারবারিরা ইয়াবাভর্তি বস্তা ফেলে পালিয়ে যায়। পরে বস্দা থেকে ৭ লাখ পিস ইয়াবা জব্দ করা হয়। তবে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করতে পারেনি কোস্টগার্ড।

বুধবার কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার আব্দুর রহমান এ তথ্য গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

তিনি বলেন, টেকনাফ থানাধীন মেরিন ড্রাইভ সংলগ্ন মিঠাপানিরছড়া ঘাট হয়ে ইয়াবার একটি বড় চালান মিয়ানমার হতে টেকনাফ এলাকায় প্রবেশের খবর পায় কোস্টগার্ড। এরই পরিপ্রেক্ষিতে বিসিজি স্টেশন টেকনাফ স্টেশন কমান্ডার লে. কমান্ডার এইচএম লুৎফুল লাহিল মাজিদের নেতৃত্বে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালে রাতে একটি ফিশিং বোট সমুদ্র থেকে মেরিন ড্রাইভ সংলগ্ন মিঠাপানিরছড়া ঘাটে আসে এবং ৪টি বস্তাসহ ৪ জন ব্যক্তিকে ঘাটে নামিয়ে দিয়ে বোটটি পুনরায় সমুদ্রে চলে যায়।

বোট হতে নামা ব্যক্তিদের গতিবিধি সন্দেহজনক মনে হলে কোস্টগার্ড সদস্যরা তাদের থামার সংকেত দিলে তারা বস্তাগুলো ফেলে দ্রুত ঝাউবনের গহীনে পালিয়ে যায়। পরবর্তীতে ফেলে যাওয়া বস্তাগুলো উদ্ধার করে তল্লাশি চালিয়ে ৭ লাখ ইয়াবা জব্দ করা হয়। জব্দ ইয়াবা পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়।

Link copied!