ডিসেম্বর ২০, ২০২৩, ০২:০১ এএম
২৮ অক্টোবর রাজধানীতে বিএনপির সমাবেশ থেকে শুরু করে এখন পর্যন্ত সারা দেশে ৮৯০ জনকে গ্রেপ্তার করেছে র্যাব। বিভিন্ন স্থানে নাশকতা ও সহিংসতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে তাদের গ্রেপ্তারের কথা জানান র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক আ ন ম ইমরান খান।
মঙ্গলবার সন্ধ্যায় এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান তিনি।
মঙ্গলবার র্যাব ফোর্সেস রাজধানীর পল্লবী থানাধীন এলাকায় অভিযান পরিচালনা করে যানবাহনে অগ্নিসংযোগ, ভাঙচুর ও নাশকতার মামলায় শাহজাদপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আদম আলী সরকার এবং চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালি থানা এলাকা হতে চট্টগ্রাম জেলার স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সরোয়ার উদ্দিন সেলিমকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান ইমরান খান।
এছাড়াও দেশের বিভিন্ন স্থান হতে গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনার সঙ্গে জড়িত মোট ৬ জনকে গ্রেপ্তার করা হয়। গত ২৮ অক্টোবর থেকে দেশের বিভিন্ন স্থানে সহিংসতা ও নাশকতার সঙ্গে জড়িত মোট ৮৯০ জনকে গ্রেপ্তার করেছে র্যাব।
র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক আরও বলেন, সহিংসতা ও নাশকতা প্রতিরোধ ও দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রাজধানীতে র্যাবের ১৩০টি টহল দলসহ সারা দেশে ৪২২টি টহল দল মোতায়েনের পাশাপাশি গুরুত্বপূর্ণ স্থানসমূহে র্যাবের রোবাস্ট টহল পরিচালিত হচ্ছে।
যাত্রী ও পণ্য পরিবহনে নিরাপত্তা প্রদানে দেশের বিভিন্ন স্থানে দূরপাল্লার গণপরিবহন ও পণ্যবাহী পরিবহনকে টহলের মাধ্যমে এসকর্ট প্রদান করে নিরাপদে গন্তব্যস্থলে পৌঁছে দেওয়া হচ্ছে বলেও জানান তিনি।
এ ছাড়া যেকোনো ধরনের নাশকতা ও সহিংসতা প্রতিরোধে বাসস্ট্যান্ড, রেলস্টেশনসহ গুরুত্বপূর্ণ স্থানসমূহে র্যাবের গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে বলে জানান এই কর্মকর্তা।