রাজধানীর উত্তরায় বাসচাপায় এক পথচারী নিহত

দ্য রিপোর্ট ডেস্ক

ডিসেম্বর ২২, ২০২৩, ০৯:০৪ পিএম

রাজধানীর উত্তরায় বাসচাপায় এক পথচারী নিহত

ছবি: সংগৃহীত

রাজধানীর উত্তরায় ঈগল পরিবহনের বাসের চাপায় মো. হাসমত আলী (৪৪) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহত হাসমত আলীর বাড়ি যশোরের ঝিকরগাছা উপজেলার মাগুরা গ্রামে।

শুক্রবার (২২ ডিসেম্বর) বিকেল ৫টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে উত্তরার আব্দুল্লাহপুর বাস কাউন্টারের সামনে এ দুর্ঘটনা ঘটে।

এ বিষয়ে উত্তরা পশ্চিম থানার উপপরিদর্শক (এসআই) রিপন চন্দ্র সরকার এক প্রতিবেদনে বলেন, ‘ঈগল ক্লাসিক পরিবহনের একটি বাস (ঢাকা মেট্রো ব ১৪-৪১৮৩) হাসমত আলীকে চাপা দিয়ে সামনে থাকা আরেকটি বাসকে (ঢাকা মেট্রো ব ১৩-০৩৮৭) ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ওই পথচারী মারা যান। যদি পরিস্থান পরিবহনের বাসটি সামনে না থাকতো তাহলে আরও হতাহতের ঘটনা ঘটতো।’

তিনি আরও বলেন, ‘বাস চাপায় নিহত পথচারীর নাক-মুখ থেঁতলে গেছে। সেই সাথে শরীরের বিভিন্ন জায়গায় যখম রয়েছে।’

এ ঘটনায় ঈগল পরিবহন ও পরিস্থান পরিবহনের দুইটি বাসই আটক করা হয়েছে। তবে বাসের ড্রাইভার, হেলপার কাউকে আটক করা সম্ভব হয়নি। 

এ ঘটনায় উত্তরা পশ্চিম থানায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওর্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে বলেও জানান এসআই রিপন।

এ বিষয়ে ট্রাফিক পুলিশের আব্দুল্লাহপুর বক্সের পরিদর্শক (টিআই) মো. মেহেদী হাসান বলেন, ‘ঈগল পরিহনের একটি বাসের চাপায় একজন পথচারী মারা গেছেন। পরে আশপাশের লোকজন বাস দুটি আটক করে পুলিশে দেয়।’
 

Link copied!