হাইকোর্টের আদেশ

‘অনুমোদনহীন সব রেস্তোরাঁয় অভিযান চলবে’

জাতীয় ডেস্ক

মার্চ ২১, ২০২৪, ১০:৫০ এএম

‘অনুমোদনহীন সব রেস্তোরাঁয় অভিযান চলবে’

হাইকোর্ট। ফাইল ছবি

রাজধানীর ধানমন্ডির সাত মসজিদ রোডের গাউছিয়া টুইন পিক টাওয়ারে থাকা অনুমোদনহীন ১৩ রেস্তোরাঁ সিলগালা থাকবে বলে জানিয়েছেন হাইকোর্ট। বলা হয়েছে, পিক অ্যান্ড চুজ নয়, অনুমোদনহীন সব রেস্তোরাঁয় অভিযান অব্যাহত রাখতে হবে।

রেস্তোরাঁ খাতে শৃঙ্খলা ফেরাতে বৃহস্পতিবার (২১ মার্চ) বিচারপতি কামরুল কাদেরের নেতৃত্বাধীন হাইকোর্টের দ্বৈত বেঞ্চ এই আদেশ দেন।

শুনানি চলাকালীন উপস্থিত ছিলেন অভিযান পরিচালনাকারী রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট। আদালত তার কথা শোনেন, পরে এই আদেশ দেন। রাজউকের আইনজীবী অ্যাডভোকেট ইমাম হাসান বলেন, ‘আদালত রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেটের কথা শুনেছেন, রেস্তোরাঁখাতে শৃঙ্খলা ফেরাতে আইন অনুযায়ী অভিযান চালু রাখতে বলেছেন।’

এর আগে বেইলি রোড ট্রাজেডির পর বিভিন্ন রেস্টুরেন্টে অভিযানে গ্রেপ্তারকৃত রেস্তোরাঁ শ্রমিকদের তালিকা চেয়েছিলেন হাইকোর্টের অন্য একটি বেঞ্চ। একই সঙ্গে শ্রমিকদের গ্রেপ্তার করা কেন অবৈধ হবে না, তা চেয়েও রুল জারি করেন আদালত। চার সপ্তাহের মধ্যে জবাব দিতে বলা হয়েছে বিবাদীদের।

Link copied!