শেখ হাসিনার বিরুদ্ধে গণহত্যার আরেকটি অভিযোগ

দ্য রিপোর্ট ডেস্ক

আগস্ট ২১, ২০২৪, ০৯:০৮ পিএম

শেখ হাসিনার বিরুদ্ধে গণহত্যার আরেকটি অভিযোগ

শেখ হাসিনা

জুলাইয়ে চট্টগ্রামে সরকারি চাকরিতে কোটা বৈষম্যের প্রতিবাদে আন্দোলন চলাকালীন মানবতাবিরোধী অপরাধ ও গণহত্যা পরিচালনার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৭৭ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে একটি অভিযোগ দায়ের করা হয়েছে।

বুধবার (২১ আগস্ট) সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ হুজ্জাতুল ইসলাম খান গণমাধ্যমকে এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, “রাজধানীর ধানমন্ডিতে আইসিটি তদন্ত সংস্থায় অভিযোগ দায়ের করা হয়েছে। গত ১৬ জুলাই চট্টগ্রামের মুরাদপুরে বিক্ষোভ চলাকালে নিহত ফয়সাল আহমেদ শান্তর বাবা মো. জাকির হোসেনের পক্ষের আইনজীবী এই অভিযোগ দাখিল করেছেন।

শেখ হাসিনা ছাড়া অন্যান্য আসামিদের মধ্যে রয়েছেন ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান কামাল, মহিবুল হাসান চৌধুরী নওফেল, হাছান মাহমুদ, চৌধুরী আবদুল্লাহ আল মামুন, সাদ্দাম হোসেন, মাহাতাব উদ্দিন আহমেদ ও রেজাউল করিম চৌধুরী।

অভিযোগে বলা হয়, শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল, ওবায়দুল কাদের, মহিবুল হাসান চৌধুরী নওফেল, সাবেক মেয়র আ জ ম নাছির, রেজাউল করিমসহ ছাত্রলীগের ১৬ জন কেন্দ্রীয় নেতার নির্দেশে ও পরিকল্পনায় অন্যান্য আসামিরা আগ্নেয়াস্ত্র দিয়ে এলোপাতাড়ি গুলি চালিয়ে নিরস্ত্র বেসামরিক লোককে হত্যা করে। তাদের লক্ষ্য ছিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে জড়িতদের আংশিক বা সম্পূর্ণ নির্মূল করা।

এর আগে ঢাকায় শেখ হাসিনাসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে আরও চারটি গণহত্যার অভিযোগ দায়ের করা হয়। ট্রাইব্যুনাল এরই মধ্যে সেগুলোর তদন্ত শুরু করেছে।

Link copied!