আগস্ট ১৫, ২০২৪, ০৯:২৯ এএম
সদ্য ক্ষমতাচ্যুত হওয়া শেখ হাসিনার বিরুদ্ধে আরও একটি মামলা দায়ের করা হয়েছে। রাজধানীর শেরে বাংলা নগর এলাকায় সিএনজিচালিত অটোরিকশাচালক শাহাবুদ্দিনকে (৩৫) হত্যার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা এবং দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ ১১ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
বৃহস্পতিবার (১৫ আগস্ট) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে এই মামলা এজাহার হিসেবে রেকর্ডের জন্য শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দেওয়া হয়। মামলাটির আবেদন করেছেন শাহাবুদ্দিনের বাবা আবুল কালাম।
আরও পড়ুন: হেলিকপ্টার থেকে র্যাবের গুলিতে মাদ্রাসা ছাত্র ইমন নিহত: শেখ হাসিনাসহ ১৬ জনের বিরুদ্ধে হত্যা মামলা
এর আগে র্যাবের হেলিকপ্টার থেকে ছোড়া গুলিতে রাজধানীর মোহাম্মদপুর থানার দারুননাজাত ইসলামিয়া মাদরাসার শিক্ষার্থী জোবাইদ হোসেন ইমন নিহতের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১৬ জনের নামে মামলা করা হয়। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরীর আদালতে মামলাটি দায়ের করেন আব্দুল্লা আবু সাইদ ভূঁইয়া। বাদীর জবানবন্দি নেওয়ার পর মোহাম্মদপুর থানা পুলিশকে এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ দেন আদালত।
আসামিরা হলেন- ওবায়দুল কাদের,আসাদুজ্জামান খান কামাল,আনিসুল হক, তাজুল ইসলাম, জাহাঙ্গীর কবির নানক, হাছান মাহমুদ, মোহাম্মদ এ আরাফাত, সালমান এফ রহমান, মোস্তফা জামাল মহিউদ্দিন, চৌধুরী আব্দুল আল মামুন, হারুন অর রশীদ, ব্যারিস্টার হারুন অর রশিদ, হাবিবুর রহমান, ড. খ মহিদ উদ্দিন ও বিপ্লব কুমার সরকার।
আবু সায়েদ হত্যা: ১ মাসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমাদানের নির্দেশ
এদিকে সরকারি চাকরিতে কোটা বৈষম্যের প্রতিবাদে আন্দোলন চলাকালে গত ১৯ জুলাই রাজধানীর মোহাম্মদপুরে পুলিশের গুলিতে মুদি দোকানি আবু সায়েদ নিহতের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ সাতজনের বিরুদ্ধে করা হত্যা মামলার তদন্ত প্রতিবেদন ১ মাসের মধ্যে জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জাকি আল ফারাবী আগামী ১৫ সেপ্টেম্বরের মধ্যে মামলার প্রতিবেদন জমা দেয়ার নির্দেশ দেন।