ডাকসুর সাবেক সমাজসেবা সম্পাদক আখতার হোসেনের ওপর হামলা

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

অক্টোবর ৪, ২০২৩, ০৯:৫৯ পিএম

ডাকসুর সাবেক সমাজসেবা সম্পাদক আখতার হোসেনের ওপর হামলা

ছবি: দ্য রিপোর্ট ডট লাইভ

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক সমাজসেবা সম্পাদক আখতার হোসেনের নেতৃত্বে ডাকসু ভবনের নতুন ছাত্রসংগঠন গণতান্ত্রিক ছাত্রশক্তি আত্মপ্রকাশের ঘোষণা দেন আজ। এ ঘোষণা দিয়ে ফেরার পথেই  ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার পরমাণু শক্তি কমিশন কেন্দ্রের সামনে আখতার হোসেন ও সদ্য ঘোষিত নতুন সংগঠনের নেতাকর্মীরা  হামলার শিকার হন। এ হামলার অভিযোগ উঠেছে হাজী মুহাম্মদ মহসিন হল ছাত্রলীগ ও জগন্নাথ হল ছাত্রলীগের নেতা-কর্মীদের বিরুদ্ধে। আহতদেরকে প্রাথমিক চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসাপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, আখতারের নেতৃত্ব নতুন ছাত্রসংগঠন ঘোষণা শেষে শহীদ মিনারের দিকে যাওযার সময় পরমাণু শক্তি কমিশন কেন্দ্রের সামনে ঢাবির হাজী মুহম্মদ মুহসীন হল ও জগন্নাথ হল শাখা ছাত্রলীগের নেতা-কর্মীরা হামলা করে। হামলাকারীরা সকলেই ঢাবি শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতের অনুসারী। হামলার পরপরই বাইক নিয়ে পালিয়ে যায় ছাত্রলীগের নেতা-কর্মীরা।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া দ্য রিপোর্ট কে জানান, আহতদের কারোর অবস্থাই গুরুতর নয়। সবাইকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে।

ছাত্রলীগের নেতা-কর্মীদের পরিচয় এখনো পাওয়া যায়নি।আহতদের মধ্যে আরো রয়েছেন যুগ্ম আহবায়ক লুৎফর রহমান, যুগ্ম সদস্য সচিব নুসরাত তাবাসসুম, যুগ্ম সদস্য সচিব আসাদুল্লাহ আল গালিব,যুগ্ম আহবায়ক ফয়সাল হাসান, ঢাবি কমিটির সদস্য নিশিতা জামান নিহা,যুগ্ম আহ্বায়ক নুসাইবা তাসনিম সাবা, যুগ্ম, সদস্য আব্দুল্লাহ আল মাহমুদ, সদস্য সুমনা শারমিন, যুগ্ম সদস্য সচিব আব্দুল হান্নান মাসউদ ও সদস্য সাদিয়া ইয়াসমিন ঐতিহ্য।

গণতান্ত্রিক ছাত্রশক্তির সদস্য সচিব মো.নাহিদ ইসলাম জানান, ছাত্রলীগের ঢাবি শাখার সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতের অনুসারী হিসেবে পরিচিত কিছু নেতাকর্মীরাই এ হামলা চালিয়েছে।পরে আখতার এবং   আহত বাকিদের গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেলের জরুরী বিভাগে নিয়ে আসা হয়। তিনি হামলার তীব্র নিন্দা জানিয়েছেন।খুব শীঘ্রই এই হামলার বিরুদ্ধে প্রতিবাদ করবেন বলে জানিয়েছেন তিনি।

আজ বেলা সাড়ে ১১ টার সময়ে ডাকসু ভবনের সামনো সংবাদ সম্মেলনে শিক্ষা, শক্তি ও মুক্তি — স্লোগানকে সামনে রেখে নতুন সংগঠনে আখতার হোসেনে আহবায়ক ও নাহিদ ইসলামকে সদস্য সচিব করে ২১ সদস্যের কেন্দ্রীয় আহবায়ক কমিটি ঘোষণা করেন চিন্তক ও অ্যাক্টিভিস্ট তুহিন খান।পরবর্তীতে আখতার হোসেন আসিফ মাহমুদ সজীব ভুইঁয়াকে আহবায়ক ও আবু বাকের মজুমদারকে সদস্যসচিব করে তিন মাসের জন্য ৩৩ সদস্যের ঢাকা বিশ্ববিদ্যালয়ের আহবায়ক কমিটি ঘোষণা করা হয়।

Link copied!