নভেম্বর ২৭, ২০২৫, ০৫:৩০ পিএম
বুধবার ঢাকার মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ সাব্বির ফয়েজ দুদকের আবেদনের শুনানি নিয়ে এই আদেশ দেন।
আদালতের বেঞ্চ সহকারী রিয়াজ হোসেন এ তথ্য নিশ্চিত করেন।
দুদকের সহকারী পরিচালক হাফিজুর রহমান আদালতে আবেদন করে জানান, ইকরামুল হক ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে সীমান্ত ব্যাংকের ঋণ পরিশোধ না করার অভিযোগ রয়েছে।
অনুসন্ধানের সময় জানা গেছে, তারা যেকোনো সময় বিদেশে পালিয়ে যেতে পারেন। সুষ্ঠু তদন্তের স্বার্থে তাদের বিদেশযাত্রা বন্ধ করা প্রয়োজন।
আদালত আবেদনটি গ্রহণ করে চারজনের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেন। ফলে তারা এখন আর বিদেশ যেতে পারবেন না।