মার্চ ৪, ২০২৪, ০৫:৩১ পিএম
মোহাম্মদপুরের আদাবরে রিয়েল এস্টেট কোম্পানির একটি অফিসের ড্রয়ার ভেঙে সাড়ে ১০ লাখ টাকা চুরির ঘটনা ঘটেছে।
গত বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) ঘটে এ ঘটনা। এরপর গতকাল রোববার (৩ মার্চ) মোহাম্মদপুর থানায় চুরির অভিযোগে একটি মামলা করেছেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মোঃ আব্দুর রাজ্জাক।
মামলার অভিযোগপত্রে তিনি উল্লেখ করেন, গত ২৯ ফেব্রুয়ারি রাত ১১টার দিকে শ্যামলীর রিং রোডে পিসি কালচার হাউজিং অফিস থেকে সবাই চলে যায়। এরপর ২ মার্চ সকাল আটটার দিকে পিয়ন মো. শান্ত (২০) ঝাড়ু দেওয়ার জন্য অফিসে ঢুকতে গেলে দরজা ভেতর থেকে বন্ধ দেখতে পায়। ফোনে বিষয়টি তিনি জানান। খবর পেয়ে আমি (মামলার বাদী) ও অন্যান্য কর্মকর্তারা অফিসে উপস্থিত হই। পরে সিসিটিভির ফুটেজে অজ্ঞাতনামা একজনকে জানালার গ্রিল কেটে অফিসে ঢুকতে এবং সকাল ছয়টা পাঁচ মিনিটে জানালার ফাঁকা অংশ দিয়ে বেরিয়ে যেতে দেখতে পাই। এ সময় অফিসের একটি ড্রয়ার ভেঙে সাড়ে ১০ লাখ টাকা চুরি করে নিয়ে যায় অজ্ঞাতনামা ওই ব্যক্তি। তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
মামলার বাদী মোহা. আব্দুর রাজ্জাক দ্য রিপোর্টকে বলেন, ‘পুলিশ ঘটনাস্থল থেকে সব আলামত সংগ্রহ করেছে। এ ঘটনায় সন্দেহভাজন চালক মো. সোহাগ মালিথাকে গ্রেপ্তার করা হয়েছে। তবে এখনও পর্যন্ত তার স্বীকারোক্তি পাওয়া যায়নি।’
মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহফুজুল হক ভূঞা বলেন, ‘মামলার তদন্ত চলছে। সন্দেহভাজন মো. সোহাগ মালিথাকে রিমান্ডে নেওয়ার আবেদন করা হয়েছে।’