বিএনপি নেতা শামসুজ্জামান দুদুকে ‘তুলে নেওয়া’র অভিযোগ

জাতীয় ডেস্ক

নভেম্বর ৬, ২০২৩, ০১:২২ এএম

বিএনপি নেতা শামসুজ্জামান দুদুকে ‘তুলে নেওয়া’র অভিযোগ

ডিবি পুলিশ পরিচয়ে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। সংগৃহীত ছবি

ডিবি পুলিশ পরিচয়ে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদুকে ‘তুলে নেয়া’ হয়েছে বলে জানিয়েছেন তার ছোট ভাই অ্যাডভোকেট ওয়াহিদুজ্জামান।

রবিবার (৫ নভেম্বর) রাত ১২টার দিকে রাজধানীর ক্যান্টনমেন্ট এলাকায় বোনের বাসা থেকে শামসুজ্জামান দুদুকে আটক করা হয় বলে প্রাথমিকভাবে জানা গেছে।

শামসুজ্জামান দুদুকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ করে বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শামসুদ্দিন দিদার বলেন, রবিবার দিবাগত রাত ১২টার পরপর ১৫/২০ জনের একটি দল গোয়েন্দা পুলিশ পরিচয়ে শামসুজ্জামান দুদুর বড় বোনের ক্যান্টনমেন্টের বাসা থেকে তাকে তুলে নিয়ে যায়।

এ সময় দুদুর বোনের মেজ ছেলে হাসনাত আশরাফ রবিনকেও নিয়ে যাওয়া হয় বলে জানা গেছে।  

গোয়েন্দা পুলিশের সঙ্গে সেনাবাহিনীর সদস্যও ছিল বলে জানান শামসুজ্জামান দুদুর ছোট ভাই ।

ডিবি পুলিশের পক্ষ থেকে এ বিষয়ে এখনো কোনো মন্তব্য পাওয়া যায়নি।

Link copied!