সংগৃহীত ছবি
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উইমেন এন্ড জেন্ডার স্টাডিজ বিভাগের ২০২১-২২ সেশনের শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রবিবার (৮ অক্টোবর) দিবাগত রাত আনুমানিক ১২টার দিকে এ ঘটনা ঘটে।
পুরান ঢাকার হাজারীবাগের একটি ভাড়া বাসায় থাকতেন জাওয়াদ নূর নামের ওই শিক্ষার্থী। বাসার ছাদ থেকে লাফ দিয়ে আত্মহত্যা করেছেন বলে পুলিশ জানিয়েছে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জাওয়াদের মরদেহ রাখা হয়েছে বলে জানিয়েছেন হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া।
হাজারীবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আলী আহাদ দ্য রিপোর্ট ডট লাইভকে জানান, এটি আত্মহত্যার ঘটনা।সিসিটিভি ফুটেজেও সে প্রমাণ মিলেছে।
জাওয়াদের পরিবার এ বিষয়ে থানায় কোনো মামলা করবেন না বলেও জানান তিনি।