আগস্ট ২১, ২০২৩, ০৯:০৭ পিএম
ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. শেখ মঞ্জুরুল ইসলাম (মঞ্জু)। সংগৃহীত ছবি
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম (এসএম) হলের একটি কক্ষ থেকে এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।
নিহত শিক্ষার্থীর নাম মো. শেখ মঞ্জুরুল ইসলাম (মঞ্জু)। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন।
সোমবার বিকেল পৌনে চারটার দিকে হলের ১৬৫ নম্বর কক্ষে ফ্যানে ঝুলন্ত অবস্থায় ওই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয় বলে জানান শাহবাগ থানা পুলিশের উপ-পরিদর্শক মো. আল আমিন।
উপ-পরিদর্শক মো. আল আমিন দ্য রিপোর্ট ডট লাইভকে জানান, “হল প্রশাসন আমাদের ফোন দিয়ে বিষয়টি জানায়। আমরা এসে দেখি ফ্যানের সঙ্গে তাঁর লাশ ঝুলছে। পরে হল প্রশাসনকে সঙ্গে নিয়ে তাঁর লাশ নামানো হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিনি আত্মহত্যা করেছেন।”
তিনি আরও জানান, “শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানতে পারি, রুমটিতে আরও তিনজন ছিল। তারা সকালে বের হয়ে যায়। বিকালে তাঁর রুমমেট একজন রুমে এসে দেখে খালি রুমে ফ্যানের সঙ্গে তাঁর লাশ ঝুলছে।”
মঞ্জুরের রুমমেট মো. ফরহাদ জানান, আমরা যখন সকালে রুম থেকে বের হয়ে যাই তখন মঞ্জু ভাই ঘুমাচ্ছিলেন। বিকাল ৫টায় রুমে এসে তাঁর লাশ ঝুলতে দেখি।"
তিনি আরও বলেন, "কী কারণে আত্মহত্যা করেছে বলতে পারছি না। সবসময় সবার সাথে হাসিখুশি থাকতেন। তবে কয়েকদিন ধরে একটু একা একা থাকতে চেয়েছিলেন এমন মনে হয়েছে।”
মঞ্জুর গ্রামের বাড়ি গোপালগঞ্জ জেলায়।