অবরোধের শুরুতেই দেশের কয়েকটি স্থানে বাসে আগুন

দ্য রিপোর্ট ডেস্ক

অক্টোবর ৩১, ২০২৩, ০৮:৩৫ এএম

অবরোধের শুরুতেই দেশের কয়েকটি স্থানে বাসে আগুন

গাজীপুরে অনাবিল বাসে অগ্নিসংযোগ

সরকার পতনের একদফা দাবি, মহাসমাবেশে হামলা ও বিএনপি মহাসচিবকে গ্রেপ্তারের প্রতিবাদে সারা দেশে বিরোধী জোটের ডাকা ৭২ ঘণ্টার অবরোধ চলছে। অবরোধের শুরুতেই দেশের বিভিন্ন স্থানে বাসে অগ্নি সংযোগের ঘটনা ঘটেছে।

সোমবার রাতে সোয়া ৮টার দিকে গাজীপুরের ভাওয়াল বদরে আলম সরকারি কলেজের সামনে অপেক্ষারত অনাবিল পরিবহন নামে একটি বাসে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা।

স্থানীয় সূত্রে জানা যায়, একটি সংঘবদ্ধ চক্র হঠাৎ এসে বাসে পেট্রল ঢেলে আগুন দিয়ে দেয়। কিছুক্ষণের মধ্যেই বাসের সর্বত্র ছড়িয়ে পড়ে আগুন। স্থানীয়দের প্রচেষ্টার আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে।

অন্যদিকে গাজীপুরের শ্রীপুরে কাউন্টারের সামনে থেকে যাত্রী তোলার সময় রাজা–বাদশা পরিবহনের একটি বাসে পেট্রল ছুড়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। হেলমেট পরে মোটর সাইকেলযোগে আসা দুই দুর্বৃত্ত ওই ঘটনা ঘটিয়ে পালিয়ে যায়। আশপাশের মানুষজন ছুটে গিয়ে আগুন নেভায়।

এদিকে চট্টগ্রামের দামপাড়ায় রাস্তায় রাখা একটি মিনিবাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। আগুনে ওই এলাকার পথচারী ও বিভিন্ন যানবাহনের যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিস এসে আগুন নিভিয়ে ফেলে।

এদিকে চট্টগ্রামের দামপাড়ায় রাস্তায় রাখা একটি মিনিবাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। আগুনে ওই এলাকার পথচারী ও বিভিন্ন যানবাহনের যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিস এসে আগুন নিভিয়ে ফেলে।

অন্যদিকে জিইসি এলাকার কে কনভেনশনের সামনে দাঁড়িয়ে থাকা বাসে রাত ১০টার দিকে আগুন ধরতে দেখা যায়। আগুন দেওয়া ওই বাসটি একটি বিয়ের অনুষ্ঠানে যাত্রী নিয়ে এসেছিল। এই ঘটনায় জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

Link copied!