ধানমন্ডির কেয়ারি ক্রিসেন্ট ভবন সিলগালা

জাতীয় ডেস্ক

মার্চ ৪, ২০২৪, ০৫:২১ পিএম

ধানমন্ডির কেয়ারি ক্রিসেন্ট ভবন সিলগালা

ছবি: সংগৃহীত

সিলগালা করে দেয়া হয়েছে রাজধানীর সাত মসজিদ রোডের কেয়ারি ক্রিসেন্ট ভবন।

সোমবার (৪ মার্চ) দুপুরে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ঢাদসিক) একটি দল ওই ভবনে অভিযান চালায়। একপর্যায়ে ভবনটি সিলগালা করে দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাহাঙ্গীর আলম।

সূত্র জানায়, অভিযানে ৩ জনকে আটক করা হয়েছে।

এর আগে অভিযান চালানো হবে- এমন খবরে নোটিশ টাঙিয়ে বন্ধ করে দেওয়া হয় ভবনটির সব রেস্টুরেন্ট। ভবনের মূল গেটের সামনে ঝুলিয়ে দেওয়া হয় নোটিশ। সেখানে লেখা হয়েছে: ‘সব চাইনিজ রেস্টুরেন্ট ও খাবার হোটেল বন্ধ থাকবে। শুধু দ্বিতীয় তলার মার্কেট ও নিচতলার দোকানগুলো খোলা থাকবে। আদেশক্রমে কর্তৃপক্ষ।’ পরে ঢাকা দক্ষিণ সিটির নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জাহাঙ্গীর আলমের নেতৃত্বে সেখানে অভিযান শুরু হয়। অভিযান শেষে ভবনটি সিলগালা করে দেওয়া হয়।

Link copied!