কাঁচপুরে সংঘর্ষের ঘটনায় অজ্ঞাত ৭০০ জনসহ বিএনপির ১১৪ জনের বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিবেদক

আগস্ট ২১, ২০২৩, ০৫:৩২ পিএম

কাঁচপুরে সংঘর্ষের ঘটনায় অজ্ঞাত ৭০০ জনসহ বিএনপির ১১৪ জনের বিরুদ্ধে মামলা

৯ আগস্ট জেলা বিএনপির পদযাত্রা কর্মসূচিকে কেন্দ্র করে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবস্থান নেয় নেতাকর্মীরা।

বিএনপির পদযাত্রা কর্মসূচিতে নারায়ণগঞ্জের কাঁচপুর এলাকায় গত শনিবার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নেতাকর্মীদের সাথে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনায় মামলা করেছে পুলিশ। 

রবিবার রাতে সোনারগাঁ থানায় করা বিস্ফোরক দ্রব্য আইনের এ মামলায় বিএনপির ১১৪ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৬০০-৭০০ জনকে আসামি করা হয়েছে।

সোনারগাঁ থানার উপপরিদর্শক (এসআই) ফিরোজ আহমেদ বাদী হয়ে মামলাটি করেছেন৷ 

মামলার বিষয়টি নিশ্চিত করে সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) আহসান উল্লাহ বলেন, এ মামলায় এজাহারনামীয় ২ জন এবং সন্দেহভাজন হিসেবে আরও ৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

মামলায় আসামিদের বিরুদ্ধে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নাশকতা সৃষ্টি করে যান চলাচলে বিঘ্ন ঘটানো, সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগ আনা হয়েছে বলে জানান আহসান উল্লাহ।

মামলায় আসামির তালিকায় জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য মুহাম্মদ গিয়াসউদ্দিন, সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আজহারুল ইসলাম মান্নান, কেন্দ্রীয় সহআন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম আজাদসহ ১১৪ জনের নাম উল্লেখ করা হয়েছে। মামলার আসামিরা বিএনপির রাজনীতির সাথে সম্পৃক্ত বলে জানান পুলিশ পরিদর্শক আহসান উল্লাহ।

এর আগে গত ১৯ আগস্ট জেলা বিএনপির পদযাত্রা কর্মসূচিকে কেন্দ্র করে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁয়ের কাঁচপুরে অবস্থান নেয় নেতাকর্মীরা। পুলিশ তাদের সরে যাওয়ার অনুরোধ করে। তবে পুলিশের অনুরোধ উপেক্ষা করে বিএনপির নেতাকর্মীরা মিছিল শুরু করলে পুলিশ তাদের বাধা দেয়। এ সময় তারা পুলিশকে লক্ষ্য করে ব্যাপক ইটপাটকেল ছুঁড়লে পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে টিয়ারশেল ও কয়েক রাউন্ড ফাঁকা রাবার বুলেট ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণও ঘটানো হয়।

Link copied!