বিমানবন্দরে বাস ঢুকে প্রকৌশলী নিহত

দ্য রিপোর্ট ডেস্ক

এপ্রিল ১৯, ২০২৪, ০৪:০৭ পিএম

বিমানবন্দরে বাস ঢুকে প্রকৌশলী নিহত

ছবি: সংগৃহীত

রাজধানীতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের বাউন্ডারি (প্রাচীর সীমানা) ভেঙে ঢুকে পড়েছে একটি সিটি বাস। রাইদা পরিবহন নামে ওই বাস ঢুকে পড়ার ঘটনায় পাশের রাস্তায় মোটরসাইকেলে থাকা এক প্রকৌশলী নিহত হয়েছেন।

নিহত প্রকৌশলী হরেন- সিভিল অ্যাভিয়েশনের সিনিয়র সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার মাইদুল ইসলাম সিদ্দিকী।

শুক্রবার (১৯ এপ্রিল) সকাল ১০টায় ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের সামনে এই দুর্ঘটনা ঘটে। এর সত্যতা নিশ্চিত করেছেন বিমানবন্দর থানার উপ-পরিদর্শক সুমন চন্দ্র দাস।

ঘটনার বর্ণনা দিয়ে তিনি বলেন, ‘রাইদা পরিবহন নামে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে তৃতীয় টার্মিনালের নিরাপত্তা বাউন্ডারি ভেঙে ভেতরে ঢুকে যায়। একই সময় রাস্তা দিয়ে মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিলেন প্রকৌশলী মাইদুল ইসলাম। তার মোটরসাইকেলটি ওই বাসের নিচে চলে যায়। পরে তাকে আশঙ্কাজনক অবস্থায় কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’

দুর্ঘটনায় জড়িত চালক-হেলপার পলাতক আছে। তবে বাসটি জব্দ করেছে পুলিশ। আইনি প্রক্রিয়া চলছে।

Link copied!