ফায়ার সেফটি না থাকাসহ অনিরাপত্তার কারণে রাজধানীর স্কাই ভিউ টাওয়ার সিলগালা করে দিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ঢাদসিক)।
মঙ্গলবার (৫ মার্চ) অভিযানের খবর পেয়ে সাততলা ভবনটির মালিকরা রেস্টুরেন্ট বন্ধ করে পালিয়ে যান। এরপর ফায়ার সার্ভিসের কর্মকর্তাদের সঙ্গে নিয়ে নাইটিঙ্গেল স্কাইভিউ টাওয়ার সিলগালা করে দেওয়া হয়।
বিষয়টি নিশ্চিত করে ডিএসসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জাহাঙ্গীর আলম বলেন, ‘ভবনটির বেজমেন্ট ও ছাদে রেস্টুরেন্ট তৈরি করা হয়েছে। এতে ফায়ার সেফটি ছিল না। তাই সিলগালা করে দেওয়া হয়েছে।’
পাঁচতলা ভবনটির ছাদসহ প্রতিটি ফ্লোরে কোনো না কোনো রেস্টুরেন্ট ছিল। ছাদে ছিল পাস্তা ক্লাব নামে একটি রেস্টুরেন্ট। শর্মা কিং, ক্যাফে আই পানেমা নামে রেস্টুরেন্টও ছিল এই ভবনে।
বেইলি রোডে রাজউকের অভিযান, সুইসকে জরিমানা
ফায়ার সার্ভিসের সনদ না থাকায় বেইলি রোডে সুইস ক্যাপিটাল বেইলি ডেইলি রেস্টুরেন্টকে ২ লাখ টাকা জরিমানা করেছে রাজউকের ভ্রাম্যমাণ আদালত। সকাল ১১টা থেকে বেইলি রোডে শুরু হয় অভিযান।
এর আগে বেইলি রোডের নবাবী ভোজ রেস্টুরেন্টে অভিযান পরিচালনা করে ভ্রাম্যমাণ আদালত। কিন্তু অভিযানের আগেই রেস্টুরেন্টের কর্মচারীরা তালা দিয়ে পালিয়ে যান। কাউকে না পেয়ে রেস্টুরেন্টটি সিলগালা করে দেয় রাজউক।