বনানীতে নির্মাণাধীন ভবনে আগুন নিয়ন্ত্রণে

দ্য রিপোর্ট ডেস্ক

মার্চ ৭, ২০২৪, ০৩:২৮ পিএম

বনানীতে নির্মাণাধীন ভবনে আগুন নিয়ন্ত্রণে

বনানীতে একটি নির্মাণাধীন ভবনে আগুন লাগার ঘটনা ঘটেছে। ছবি: দ্য রিপোর্ট

রাজধানীর বনানীর একটি নির্মাণাধীন ভবনে আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস।

বৃহস্পতিবার (৭ মার্চ) ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রাফি আল ফারুক বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, আগুন লাগার ২৫ মিনিট পর বিকেল তিনটা পাঁচ মিনিটে ভবনটিতে লেগে যাওয়া আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। এর আগে দুপুর দুইটা ৪২ মিনিটের দিকে ওই ভবনে এ ঘটনা ঘটে।

আগুন নিয়ন্ত্রণে কাজ করে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট।

অগ্নিকাণ্ডে এখনও হতাহতের খবর আসেনি জানিয়ে ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রোজিনা আক্তার বলেন, ‘বনানীর ৪ নম্বর রোডের এফ ব্লকের ১৯ নম্বর বাড়ি সংলগ্ন নির্মাণাধীন ভবনে আগুন লাগার খবর পেয়েছি। আমাদের তিনটি ইউনিট সেখানে গেছে। এখন পর্যন্ত হতাহতের কোনো খবর আসেনি।’

ফায়ার সার্ভিসের তথ্যমতে, নির্মাণাধীন ভবনটি বনানীর ৪ নম্বর রোডের এফ ব্লকে অবস্থিত।

এফ ব্লকে ব্লকের ১৯ নম্বর বাড়ির পাশের নির্মাণাধীন ভবনটির নিচতলায় আজ বৃহস্পতিবার দুপুর দুইটা ৪০ মিনিটে আগুন লাগে।

নির্মাণাধীন ভবনটিতে আগুনের সূত্রপাত সম্পর্কে প্রাথমিকভাবে কিছু জানাতে পারেনি ফায়ার সার্ভিস।

গত ২৯ ফেব্রুয়ারি রাতে রাজধানীর বেইলি রোডের গ্রিন কোজি কটেজ ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এই ঘটনায় ৪৬ জনের মৃত্যু হয়। এই ঘটনার পর সরকারি বিভিন্ন সংস্থা রাজধানীর বিভিন্ন এলাকার রেস্তোরাঁয় অভিযান শুরু করে।

Link copied!