রাজধানীর উত্তরায় ৬তলা একটি আবাসিক ভবনে আগুন লেগেছে। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট কাজ করে আগুন নিয়ন্ত্রণে এনেছে।
শনিবার (১৩ নভেম্বর) সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে আগুনের সংবাদ পায় ফায়ার সার্ভিস।
বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিস সদর দপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা (মিডিয়া সেল) মো. শাহজাহান শিকদার বলেন, সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে উত্তরা ৯ নম্বরের সেক্টরের ৬তলা একটি আবাসিক ভবনের ৫ তলায় আগুন লাগার সংবাদ আসে। খবর পাওয়ার পর ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে কাজ করে সন্ধ্যা ৭টা ১৮ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে।
প্রাথমিকভাবে আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এ ছাড়া হতাহতের কোনো সংবাদ আসেনি বলেও জানান তিনি।