সাংবাদিক নাদিম হত্যা: প্রধান আসামি বাবুর জামিন আপিলেও স্থগিত

নিজস্ব প্রতিবেদক

জানুয়ারি ২৫, ২০২৪, ১১:৪৩ এএম

সাংবাদিক নাদিম হত্যা: প্রধান আসামি বাবুর জামিন আপিলেও স্থগিত

বহিষ্কৃত চেয়ারম্যান মাহমুদুল আলম বাবু।

জামালপুরের বকশিগঞ্জে সাংবাদিক গোলাম রব্বানী নাদিম হত্যা মামলার প্রধান আসামি বহিষ্কৃত ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুকে হাইকোর্টের দেয়া জামিন স্থগিত করেছেন আপিল বিভাগ।

প্রধান বিচারপতির নেতৃত্বাধীন ৫ সদস্যের আপিল বেঞ্চ আজ বৃহস্পতিবার এই রায় দেন। রায়ে হাইকোর্টের দেওয়া বাবুর ৬ মাসের জামিন স্থগিত করা হয়েছে।

এর আগে ১৯ সেপ্টেম্বর হাইকোর্ট বাবুকে ছয় মাসের অন্তর্বর্তীকালীন জামিন দেন। পরে হাইকোর্টের জামিন আদেশ স্থগিত চেয়ে ২০ সেপ্টেম্বর সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আবেদন করে রাষ্ট্রপক্ষ।

উল্লেখ্য,এ ঘটনায় গত ১৭ জুন নাদিমের স্ত্রী মনিরা বেগম বাদী হয়ে বকশীগঞ্জ থানায় মাহমুদুল আলম বাবুসহ ২২ জনের নামে এবং আরও অজ্ঞাত ২০-২৫ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন। চাঞ্চল্যকর এ হত্যা মামলায় বাবুসহ ১৭ জনকে গ্রেফতার করে আইনশৃঙ্খলা বাহিনী।

Link copied!