ঢাকা-৪ আসনের ফলাফলের গেজেট স্থগিত রাখার নির্দেশ হাইকোর্টের

আদালত প্রতিবেদক

জানুয়ারি ৯, ২০২৪, ০৬:০৭ পিএম

ঢাকা-৪ আসনের ফলাফলের গেজেট স্থগিত রাখার নির্দেশ হাইকোর্টের

ছবি: দ্য রিপোর্ট ডট লাইভ

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৪ আসনের ফলাফলের গেজেট প্রকাশ স্থগিত রাখতে নির্বাচন কমিশনকে (ইসি) নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

ওই আসনে পরাজিত নৌকার প্রার্থী সানজিদা খানমের রিট আবেদনের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমান ও মো. বশির উল্লাহর হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

রিটে বলা হয়, গত রবিবার সংসদ নির্বাচনে ভোটগ্রহণের দিন ওই আসনের ১৮টি কেন্দ্রে ভোট কারচুপি ও জালিয়াতি করা হয়েছে। আবেদনের সাথে এসব অভিযোগের স্বপক্ষে প্রমাণ জমা দেওয়া হয়েছে।

আদেশে ইসিকে আগামী ১০ দিনের মধ্যে এ আসনের ১৮টি ভোটকেন্দ্রের অনিয়মের অভিযোগ তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত। একইসঙ্গে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত স্বতন্ত্র প্রার্থী আওলাদ হোসেনকে বিজয়ী ঘোষণা করে গেজেট প্রকাশ থেকে বিরত থাকতে থাকতে বলা হয়েছে।

বেসরকারি ফলাফল অনুযায়ী, ঢাকা ৪ আসনে ২৪ হাজার ৭৭৫ পেয়ে বিজয়ী হয়েছেন ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী আওলাদ হোসেন। অন্যদিকে আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী সানজিদা খানম ভোট পান ২২ হাজার ৫৭৭টি। আর জাতীয় পার্টির প্রার্থী সৈয়দ আবু হোসেন বাবলা লাঙ্গল প্রতীক নিয়ে পান ৭ হাজার ৭৯৮ ভোট।

রাজধানীর সূত্রাপুরের ৪৭নং ওয়ার্ড, ডেমরার ৫১, ৫২, ৫৩, ৫৪, ৫৮, ৫৯ নং ওয়ার্ড নিয়ে ঢাকা-৪ আসন। 

Link copied!