তিন দফা দাবিতে পুরান ঢাকার নিম্ন আদালতে মিছিল ও স্মারকলিপি প্রদান কর্মসূচির আগে পুলিশের ব্যাপক লাঠিচার্জের শিকার হয়েছেন বিএনপিপন্থি আইনজীবীরা। এ সময় আইনজীবী ও পুলিশের মধ্যে সংঘর্ষে চারজন পুলিশ সদস্য ও ১২ জন আইনজীবী আহত হয়েছেন বলে জানা গেছে।
মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) দুপুরের দিকে ঢাকার আইনজীবী সমিতির সামনে থেকে এ মিছিল শুরু হয়।
এরপর মিছিলটি আদালতের সামনের প্রধান সড়ক এলে পুলিশ বাধা দেয়। পরে আইনজীবীরা রাস্তায় বসে পড়লে পুলিশ তাদের সরিয়ে দিতে চেষ্টা করে। একপর্যায়ে পুলিশ লাঠিচার্জ করে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা জেলা বারের সামনে জড়ো হয়ে ইউনাইটেড ল-ইয়ার্স ফ্রন্টের আইনজীবীরা স্মারকলিপি দেওয়ার জন্য যাচ্ছিলেন। এ সময় পুলিশ তাদের উপর অতর্কিতে লাঠিপেটা শুরু করে। এতে আইনজীবীরা ছত্রভঙ্গ হয়ে যান।
লাঠিচার্জে অন্তত ৫০ জন আইনজীবী আহত হয়েছেন বলে ইউনাইটেড ল-ইয়ার্স ফ্রন্টের পক্ষ থেকে জানানো হয়েছে।
এছাড়াও বেশ কয়েকজন নারী আইনজীবীর সাথে শ্লীলতাহানির ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেন তারা।
বিএনপিপন্থি আইনজীবীরা দাবি করেন, ‘আমরা সুশৃঙ্খল পদযাত্রা করছিলাম। এরপর পুলিশ এসে আমাদের ওপর লাঠিচার্জ করে। আমাদের ১২ জন আইনজীবী আহত হয়েছেন।’
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর বলেন, ‘বিএনপিপন্থি আইনজীবীরা রাস্তায় অবস্থান নিলে আইনশৃঙ্খলা রক্ষায় তাদের সরে যেতে বলা হয়। কিন্তু তারা জোর করে মিছিল নিয়ে এগিয়ে যান। এসময় তাদের হামলায় আমাদের ৮-৯ জন আহত হয়েছেন। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে।’
আহত পুলিশ সদস্যরা হলেন- কোতোয়ালি জোনের এডিসি মুহিত কবির সেরনিয়াবাত, কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুর রহমান, সহকারী উপপরিদর্শক (এএসআই) বশির এবং কনস্টেবল হারুন।
অন্যদিকে আহত আইনজীবীরা হলেন- মাহবুবুর রহমান খান, দেওয়ান রিপন, মোজাহিদুল ইসলাম সায়েম, কে এম মিরাজ হোসেন, সাইদুর রহমান সোহাগ, কে এম বরকত সবুজ, মাহবুব আলম আক্তার, শফিকুল ইসলাম, জহিরুল ইসলাম, হাজী মো. মহসীন, কাজী পনির এবং এস এম হুমায়ূন কবির।