কাজের প্রলোভন দেখিয়ে তরুণীকে ধর্ষণ

জাতীয় ডেস্ক

মার্চ ৩১, ২০২৪, ১১:৫৯ এএম

কাজের প্রলোভন দেখিয়ে তরুণীকে ধর্ষণ

সিলেটে স্বেচ্ছাসেবক লীগ নেতার বিরুদ্ধে তরুণীকে আটকে রেখে আড়াই মাস ধরে ধর্ষণের অভিযোগ উঠেছে।

বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মঈন উদ্দিন বলেন, ‘তরুণীকে ধর্ষণের ঘটনায় অভিযোগ দাখিলের পর পরই সেটি মামলা হিসেবে রেকর্ড করা হয়েছে। অভিযুক্তদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।’

গত শুক্রবার রাতে ভুক্তভোগী তরুণীর মা বাদী হয়ে তিনজনের নাম উল্লেখ করে থানায় একটি মামলা করেছেন। অভিযোগপত্রে উল্লেখ করা হয়, কাজ দেওয়ার প্রলোভন দেখিয়ে ওই তরুণীকে ধর্ষণ করা হয়।

মামলার আসামিরা হলেন সিলেট সিটি করপোরেশনের ১১ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও নগরের লালদীঘিরপাড় এলাকার বাসিন্দা আবদুস সালাম (৪০), একই এলাকার আবদুল মনাফ (৩৮) ও রেখা বেগম (৩০) নামে একজন নারী। এছাড়া মামলায় অজ্ঞাতনামা আরও ২-৩ জনকে আসামি করা হয়েছে।

Link copied!