চট্টগ্রামে সড়ক দুর্ঘটনা; তিন শিশুসহ প্রাণ গেল ৭ জনের

দ্য রিপোর্ট ডেস্ক

নভেম্বর ৭, ২০২৩, ০৬:৪১ এএম

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনা; তিন শিশুসহ প্রাণ গেল ৭ জনের

নিহতরা সবাই অটোরিকশার যাত্রী এবং একই পরিবারের সদস্য। সংগৃহীত ছবি

চট্টগ্রামের হাটহাজারীতে বাস-অটোরিকশা সংঘর্ষে তিন শিশুসহ সাতজনের মৃত্যু হয়েছে। দুর্ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।

মঙ্গলবার (৭ নভেম্বর) বেলা পৌনে ১২টার দিকে চট্টগ্রাম-নাজিরহাট-সারিয়া এজতেমা মাঠের পাশে এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে তিন নারী, তিন শিশু ও একজন পুরুষ রয়েছে বলে জানা গেছে। নিহতরা সবাই অটোরিকশার যাত্রী এবং একই পরিবারের সদস্য বলে পুলিশ জানিয়েছে।

বিষয়টি নিশ্চিত করে হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান জানান, একটি বাস ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে শিশুসহ সাতজন প্রাণ হারিয়েছেন।

স্থানীয় বাসিন্দারা জানান, দুর্ঘটনায় অটোরিকশাটি দুমড়েমুচড়ে গেছে। নিহত ব্যক্তিদের সবারই শরীর ক্ষতবিক্ষত হয়ে গেছে। তাৎক্ষণিকভাবে নিহত ও আহত ব্যক্তিদের নাম–পরিচয় জানাতে পারেনি পুলিশ।

নাজিরহাট হাইওয়ে থানার ওসি আদিল মাহমুদ বলেন, ভাটিয়ারী থেকে যাত্রী নিয়ে আসা একটি সিএনজি অটোরিকশা বড়দিঘির পার হয়ে ফটিকছড়ির দিকে যাচ্ছিল। আর বাসটি ফটিকছড়ি থেকে চট্টগ্রাম শহরের দিকে যাচ্ছিল। সিএনজি অটোরিকশাটি চারিয়া বোর্ড স্কুল এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা বাসটি চাপা দিলে এই দুর্ঘটনা ঘটে। তারা মাইজভাণ্ডার শরীফের দিকে যাচ্ছিলেন বলে জেনেছি।

এ ঘটনায় আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছেন স্থানীয়রা। 

Link copied!