অক্টোবর ২৩, ২০২৪, ০৯:০৪ পিএম
পিবিআই প্রধানকে আহ্বায়ক করে সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যা মামলার তদন্তে উচ্চ পর্যায়ের টাস্কফোর্স গঠন করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
বুধবার (২৩ অক্টোবর) জননিরাপত্তা বিভাগের রাজনৈতিক শাখা-২ থেকে এই টাস্কফোর্স গঠন করা হয়েছে।
টাস্কফোর্সের আহ্বায়ক করা হয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) প্রধানকে। পুলিশ সদর দপ্তরের এডিশনাল ডিআইজির নিম্নে নন এমন একজন, পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) এডিশনাল ডিআইজির নিচে নন এমন একজন ও র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) পরিচালক পদমর্যাদার নিম্নে নন এমন একজনকে সদস্য করা হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পরিপত্রে বলা হয়, সাংবাদিক দম্পতি সাগর উনি হত্যা মামলা তদন্তের ক্ষেত্রে হাইকোর্ট বিভাগের রিট পিটিশনে প্রদত্ত আদেশের অনুযায়ী চার সদস্য বিশিষ্ট এই টাস্কফোর্স গঠন করা হলো। সদস্যরা চাইলে প্রয়োজনে সদস্য কো-অপ্ট করতে পারবে।