কনটেইনারবাহী ট্রেন সিগনাল না মানায় এই দুর্ঘটনা

দ্য রিপোর্ট ডেস্ক

অক্টোবর ২৪, ২০২৩, ০৩:৪৪ এএম

কনটেইনারবাহী ট্রেন সিগনাল না মানায় এই দুর্ঘটনা

সংগৃহীত ছবি

কিশোরগঞ্জের ভৈরব জংশনে দুই ট্রেনের সংঘর্ষে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা ঘটেছে। বাংলাদেশ রেলওয়ে পূর্ব বিভাগের চীফ অপারেটিং সুপারিনটেনডেন্ট মো. শহিদুল ইসলাম জানান, প্রাথমিক তদন্তে জানা গেছে কনটেইনারবাহী ট্রেন সিগন্যাল অমান্য করে স্টেশনে প্রবেশ করায় এই দুর্ঘটনা হয়েছে।

সোমবার বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার জগন্নাথপুর রেল ক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় রাজধানী ঢাকার সঙ্গে চট্টগ্রাম ও সিলেটের রেলযোগাযোগ বন্ধ রয়েছে।

কিশোরগঞ্জের ভৈরব বাজার জংশনে যাত্রীবাহী এগারসিন্ধুর এক্সপ্রেসের সাথে বিপরীত দিক থেকে আসা একটি কনটেইনারবাহী ট্রেনের সংঘর্ষের এ ঘটনায় এখন পর্যন্ত ২০ জনের মরদেহ উদ্ধার করার কথা জানিয়েছে ফায়ার সার্ভিস। আহত হয়েছেন শতাধিক যাত্রী।

ট্রেন দুর্ঘটনায় হতাহতদের চিকিৎসায় ঢামেকে দ্রুত সেবা সার্ভিসট্রেন দুর্ঘটনায় হতাহতদের চিকিৎসায় ঢামেকে দ্রুত সেবা সার্ভিস
রেলওয়ে পূর্বাঞ্চলের মহাপরিচালক জাহাঙ্গীর হোসেন বলেন, ‘ঢাকা থেকে একটি কনটেইনারবাহী ট্রেন ভৈরব বাজার স্টেশনে প্রবেশ করছিল। তার আগ মুহূর্তে ভৈরব থেকে এগারসিন্ধুর ট্রেন ঢাকার দিকে রওনা হয়েছিল। কনটেইনারবাহী ট্রেনটি জগন্নাথপুর রেল ক্রসিং এলাকায় এগারসিন্ধুর ট্রেনকে আঘাত করে।’

চীফ অপারেটিং সুপারিনটেনডেন্ট শহিদুল ইসলাম বলেন, ‘প্রাথমিকভাবে আমরা জানতে পেরেছি, মালবাহী ট্রেন সিগন্যাল অমান্য করে স্টেশনে ঢুকে পড়ে। যার কারণে এ ঘটনা হয়। এরই মধ্যে চালক, সহকারী চালক এবং ট্রেনের পরিচালককে সাময়িক বরখাস্ত করা হয়েছে।’

এদিকে দুর্ঘটনার কারণ উদ্‌ঘাটনে দুটি তদন্ত কমিটি গঠন করেছে রেল বিভাগ। আগামী ৩ কার্যদিবসের মধ্যে কমিটি তদন্ত প্রতিবেদন জমা দেবে। রেলের ৪ সদস্যের ঢাকা বিভাগীয় তদন্ত কমিটির নেতৃত্বে থাকছেন ঢাকার বিভাগীয় পরিবহন কর্মকর্তা। এছাড়াও সদস্য হিসেবে থাকবেন বিভাগীয় মেকানিক্যাল ইঞ্জিনিয়ার লোকোমেটিভ, বিভাগীয় প্রকৌশলী-১ এবং বিভাগীয় সিগন্যাল ও টেলিকমিউনিকেশন প্রকৌশলী।

অন্যদিকে, চট্টগ্রাম বিভাগেও একটি ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এতে নেতৃত্ব দিচ্ছেন রেলের সিওপিএস মো. শহিদুল ইসলাম। তাঁর সঙ্গে সদস্য হিসেবে থাকছেন চিফ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার মোহাম্মদ জাকির হোসেন, চিফ ইঞ্জিনিয়ার আরমান হোসেন, সিএসপি তুষার এবং চিফ মেডিকেল অফিসার আহাদ আলী সরকার।

Link copied!