খৎনা করাতে গিয়ে শিশুর মৃত্যু

বাড্ডার ইউনাইটেড হাসপাতালে এ পর্যন্ত কতজন মারা গেছে জানতে চান হাইকোর্ট

দ্য রিপোর্ট ডেস্ক

জানুয়ারি ১৫, ২০২৪, ১০:৫৭ এএম

বাড্ডার ইউনাইটেড হাসপাতালে এ পর্যন্ত কতজন মারা গেছে জানতে চান হাইকোর্ট

সংগৃহীত ছবি

রাজধানীর বাড্ডা এলাকায় সাঁতারকুলে অবস্থিত ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা সেবা গ্রহণের ক্ষেত্রে এখন পর্যন্ত কী পরিমাণ রোগীর মৃত্যুর ঘটনা ঘটেছে, সে বিষয়ে জানতে চেয়েছেন হাইকোর্ট।

শিশু আয়ান আহমেদের মৃত্যুর ঘটনা তদন্ত করে সাত দিনের মধ্যে আদালতে প্রতিবেদন দাখিল করতেও বলা হয়েছে রুলে।

একইসঙ্গে বাড্ডার ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতালে সুন্নতে খৎনার জন্য অজ্ঞান করা শিশু আয়ান আহমেদের মৃত্যুর ঘটনায় তার পরিবারকে ৫ কোটি টাকা ক্ষতিপূরণ কেন দেওয়া হবে না, এ বিষয়ে জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

এছাড়া, এক মাসের মধ্যে দেশের সরকার অনুমোদিত ও অননুমোদিত সব হাসপাতাল-ক্লিনিকের তালিকা আদালতে জমা দিতে বলা হয়েছে। 

এ সংক্রান্ত রিটের প্রাথমিক শুনানি নিয়ে সোমবার (১৫ জানুয়ারি) বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. আতাবুল্লাহর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এসব আদেশ দেন।

এর আগে, বাড্ডার ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতালে সুন্নতে খৎনার জন্য অজ্ঞান করা আয়ানের মৃত্যুর ঘটনায় তার পরিবারকে ১ কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়।

উল্লেখ্য, গত ৩১ ডিসেম্বর বাড্ডার ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতালে আয়ানের অস্ত্রোপচারের জন্য এনেসথেসিয়া দেওয়া হয়। ৭ জানুয়ারি দিবাগত রাত ১১টা ২০ মিনিটে ইউনাইটেড হাসপাতাল কর্তৃপক্ষ শিশুটিকে মৃত ঘোষণা করে।

Link copied!