ফিলিং স্টেশনে পার্ক করে রাখা তিন বাসে অগ্নিসংযোগ

দ্য রিপোর্ট ডেস্ক

নভেম্বর ২৭, ২০২৩, ০৯:২৬ এএম

ফিলিং স্টেশনে পার্ক করে রাখা তিন বাসে অগ্নিসংযোগ

সংগৃহীত ছবি

বর্তমান সরকারের পদত্যাগ ও নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় নির্বাচনের দাবিতে বিএনপির সপ্তম দফায় চলমান ৪৮ ঘণ্টা অবরোধের দ্বিতীয় দিনে নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়ায় পাটোয়ারী ফিলিং স্টেশনে পার্কিং করা জি. এম ট্রাভেলসের তিন বাসে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা।

সোমবার ভোর সাড়ে ৪টার দিকে এই ঘটনা ঘটে।

সংবাদ পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা গিয়ে আগুন নেভায়। আগুনে জিএম ট্রাভেলসের তিনটি বাস পুড়ে গেছে বলে জানা যায়।

প্রতিদিন জিএম ট্রাভেলসের বাসগুলো বড়াইগ্রামের বনপাড়ায় পাটোয়ারী ফিলিং স্টেশনে পার্কিং করে রাখা হয় বলে জানান স্থানীয়রা।

বিষয়টি নিশ্চিত করে বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিউল আজম জানান, অবরোধের সমর্থনকারীরা নাশকতার উদ্দেশ্যে দাঁড়িয়ে থাকা তিন বাসে আগুন দিয়েছে। জড়িতদের আইনের আওতায় আনা হবে।

এর আগে সোমবার রাতে রাজধানীতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাজলা এলাকায় মৌমিতা পরিবহনের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা।

Link copied!